Ontore Dey Betha (অন্তরে দেয় ব্যাথা) Bangla Lyrics By Sadman Pappu.
Song : Ontore Dey Betha
Singer : Sadman Pappu
Lyrics & Tune : Masum Taslim
Music : Real Ashique
Label : Antor Multimedia
Ontore Dey Betha Bangla Lyrics
তার সনে কি কথা গো
যে জন আমার মন বোঝেনা
অন্তরে দেয় ব্যাথা
তার সনে কি কথা গো
যে জন আমার মন বোঝেনা
অন্তরে দেয় ব্যাথা
তার সনে কি কথা গো
যে জন আমার মন বোঝেনা
অন্তরে দেয় ব্যাথা
সে জন কাদায় আমায় দিবারাতি
সে জন কাদায় আমায় দিবারাতি
বুকে জালায় চিতা
তার সনে কি কথা গো
যে জন আমার মন বোঝেনা
অন্তরে দেয় ব্যাথা
যে জন আমার মন বোঝেনা
অন্তরে দেয় ব্যাথা
সে জন মুখে বলে ভালোবাসি
ভাবে মিলে না
এমন জালন জালায় আমায়
তেমন চিতাও জলে না
হায়রে জন মুখে বলে ভালোবাসি
ভাবে মিলে না
এমন জালন জালায় আমায়
তেমন চিতাও জলে না
এখন অস্ট প্রহর বারে আমার
এখন অস্ট প্রহর বারে আমার
বুক পিঞ্জিরায় ব্যাথা গো
তার সনে কি কথা গো
যে জন আমার মন বোঝেনা
অন্তরে দেয় ব্যাথা
যে জন আমার মন বোঝেনা
অন্তরে দেয় ব্যাথা
সে জন এমন ভাবে কাদায় আমায়
সইতে পারি না
চোখের ও যে ক্লান্তি আছে
সে তো আর বইতে পারে না
হায়রে এমন ভাবে কাদায় আমায়
সইতে পারি না
চোখের ও যে ক্লান্তি আছে
সে তো আর বইতে পারে না
এখন মাসুম তাসলিম পরলো যে তার
এখন মাসুম তাসলিম পরলো যে তার
সাধের জনম বৃথা রে
তার সনে কি কথা গো
যে জন আমার মন বোঝেনা
অন্তরে দেয় ব্যাথা
সে জন কাদায় আমায় দিবারাতি
সে জন কাদায় আমায় দিবারাতি
বুকে জালায় চিতা।।