Onubhuti (অনুভূতি) Bangla Lyrics By Sahil Sanjan Chowdhury। Love Vs Crush 2 Bangla Natok.
Song : Onubhuti
Vocal : Sahil Sanjan Chowdhury
Lyrics : Piran khan & Tanjib Sowrov
Music : Piran Khan
Label : CD Choice
Onubhuti Bangla Lyrics
দূরে দূরে কেনো থাকো
পাশে এসে হাতটি ধরো
চোখে চোখ রেখে বলো
ভালোবাসো।
ক্লাসে ফাকে তোমায় দেখে
প্রথম প্রেমে পড়া
তোমায় দেখে ভালো লাগা
তোমায় ঘিরে সচয়।
তুমি দুর থেকে কেনো হায় হাঁসো
আড়াল থেকে আমায় কাছে ডাকো
কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেনো তোমায় দেখে।
আমি যাচ্ছি ডূবে ঘোরে
কোনো রুপকথার দেশে
আর আঁকছি তোমায়
মনেরই ক্যানভাসে।
কোন মায়া কোন সূরে
বেঁধেছো আমাকে
ছেড়ে যাবে না কখনো
তোমারই চোখেতে
পৃথিবী খুঁজে পাই
হারিয়ে যাই তোমাতে যেনো।
তোমার চোখে কাজল রেখায়
আমায় খুঁজে পাওয়া
সেইদিন থেকে তোমায় ঘিরে
সবটুকু আমার চাওয়া।
তুমি দুর থেকে কেনো হায় হাঁসো
আড়াল থেকে আমায় কাছে ডাকো
কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেনো তোমায় দেখে।
আমি যাচ্ছি ডূবে ঘোরে
কোনো রুপকথার দেশে
আর আঁকছি তোমায়
মনেরই ক্যানভাসে।
Onubhuti Bangla Lyrics
dure dure keno thako
pashe asho hatti dhoro
cokhe cokh rekhe bolo
valubasho.
classe fake tomai dekhe
prothom preme pora
tomai dekhe valo laga
tomai ghere socoi.