Ore Nithur Priya( ওরে নিঠুর প্রিয়া) Bangla Lyrics By Sojib Shan.

Ore Nithur Priya( ওরে নিঠুর প্রিয়া) Bangla Lyrics By Sojib Shan.

Song : Ore Nithur Priya 

Vocal : Sojib Shan

Lyrics : Sojib Shan 

Music : Anim Khan

Label : Kamrul Media 

 

Ore Nithur Priya Bangla Lyrics 

মিথ্যা অভিনয়ে তোমার মায়ায় পড়েছি

পারিনা ভূলিতে

কথা ছিলো আমায় ছেড়ে যাবে না 

রবে আমার পাশে

কেনো চলে গেলে

একা করে আমায়

পারিনা ভুলতে তোকে

প্রিয়ারে ও প্রিয়া ওরে নিঠুর প্রিয়া

তুই ছাড়া বাচব কেমন করে 

প্রিয়ারে ও প্রিয়া ওরে নিঠুর প্রিয়া

তুই ছাড়া বাচব কেমন করে 

তুই ছিলি আমার হৃদয় মাজারে

কি করে ভুলে থাকব তোকে

দিন শেষে তোর দেওয়া সৃতি গুলো 

আমার এ মনেতে ভাসে

কেনো চলে গেলে

একা করে আমায়

পারিনা ভুলতে তোকে

প্রিয়ারে ও প্রিয়া ওরে নিঠুর প্রিয়া

তুই ছাড়া বাচব কেমন করে 

প্রিয়ারে ও প্রিয়া ওরে নিঠুর প্রিয়া

তুই ছাড়া বাচব কেমন করে

একটাই কথা শুধুই আজ মনে পড়ে

কথা ছিলো রবে সুখে দুঃখে

ভেঙে গেল সব সপ্নগুলো

এক নিমিষেই জীবন থেকে 

কেনো চলে গেলে

একা করে আমায়

পারিনা ভুলতে তোকে

প্রিয়ারে ও প্রিয়া ওরে নিঠুর প্রিয়া

তুই ছাড়া বাচব কেমন করে 

প্রিয়ারে ও প্রিয়া ওরে নিঠুর প্রিয়া

তুই ছাড়া বাচব কেমন করে।।

Ore Nithur Priya Bangla Lyrics 

Mitha ovinoye tomar mayay porechi

Pari na vulite

Kotha chilo amay chere jabe na

Robe amar pashe

Keno cole gele

Eka kore amay

Parina bhulte toke

Priyare o priya ore nithur priya

Tui chara bacbo kemon kore.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *