Ovimani Roddure (অভিমানী রোদ্দুরে) Bangla Lyrics By Habib Wahid.
Ovimani Roddure (অভিমানী রোদ্দুরে) Bangla Lyrics By Habib Wahid.
Song : Ovimani Roddure
Singer : Habib Wahid & Nandita
Music Director : Aamlaann Chakraabarty
Lyrics : Sanjukta Saha Mishu
Label : G Series
Ovimani Roddure Bangla Lyrics
অভিমানী রোদ্দুরে
মেঘ জমেছে চুপ করে
খাম খেয়ালি দিনজুরে
রূপকথা মন যায় উড়ে
অভিমানী রোদ্দুরে
মেঘ জমেছে চুপ করে
খাম খেয়ালি দিনজুরে
রূপকথা মন যায় উড়ে
এলোমেলো হাওয়া
আলতো ভালোলাগা
মিথ্যে গল্প সাজায়
এলোমেলো হাওয়া
আলতো ভালোলাগা
তাকে ছুঁয়ে ছুঁয়ে যায়
প্রেমেরই চাদরে
আউসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
প্রেমেরই চাদরে
আউসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
এলোমেলো হাওয়ায়
শুধু তুমি ছুঁয়ে যাও
ঝড়ে পরা পাতায়
শুধু গল্প বলে যায়
আমারি ঘুমঘোরে
স্মৃতিরা খেলা করে
ভাবছি শুধুই তোমায়
আমারি ঘুমঘোরে
স্মৃতিরা খেলা করে
ভাবছি শুধুই তোমায়
প্রেমেরই চাদরে
আউসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
প্রেমেরই চাদরে
আউসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
চোখের অভিমানে
নোনা জলে মিশে যায়
সুরের ভেজা মেঘে
তুমি বৃষ্টি হয়ে যাও
আমায় ডেকে বলো
সন্ধ্যে হয়ে এলো
হাতটা একটু ধর
আমায় ডেকে বলো
সন্ধ্যে হয়ে এলো
হাতটা একটু ধর
প্রেমেরই চাদরে
আউসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
প্রেমেরই চাদরে
আউসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
একমুঠো আদরে
চোখ ভরা কাজলে
হেরে যাওয়া আমি।