Ovinoy(অভিনয়) Bangla Lyrics By Nicholas Mon

Ovinoy(অভিনয়) Bangla Lyrics By Nicholas Mon

Song : Ovinoy

Vocal : Nicholas Mon

Lyrics : Tilan Basu

Label : Eagle Music 

 

Ovinoy Bangla Lyrics 

যদি ভালো না লাগে

ভালোবেসো না,

যদি ইচ্ছে না হয়

কাছে এসো না,

যদি ভালো না লাগে

ভালোবেসো না,

যদি ইচ্ছে না হয়

কাছে এসো না,

আমি ভুলে যেতে 

চাই সেদিন,

অমলিন যত ব্যাথা বেদনা, 

আমি ভুলে যেতে 

চাই সেদিন,

অমলিন যত ব্যাথা বেদনা 

তুমি তোমার মত

থেকো চিরকাল, 

ভালোবাসার অভিনয় 

করো না,

তুমি তোমার মত

থেকো চিরকাল, 

ভালোবাসার অভিনয় 

করো না,

আমার এই মনের বাগানে 

যত ফুল ফুটেছিল গোপনে, 

লুকোচুরি খেলার ছলে

সেই ফুল তুমি

আর ছিড়ো না,

আমি যেমন ছিলাম নিরবে

তেমনি আছি আজও অনুভবে,

আমি যেমন ছিলাম নিরবে

তেমনি আছি আজও অনুভবে,

তুমি তোমার মত

থেকো চিরকাল, 

ভালোবাসার অভিনয় 

করো না,

তুমি তোমার মত

থেকো চিরকাল, 

ভালোবাসার অভিনয় 

করো না,

যদি ভালো না লাগে

ভালোবেসো না,

যদি ইচ্ছে না হয়

কাছে এসো না,

যদি ভালো না লাগে

ভালোবেসো না,

যদি ইচ্ছে না হয়

কাছে এসো না,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *