Ovinoy(অভিনয়) Bangla Lyrics By Nicholas Mon
Ovinoy(অভিনয়) Bangla Lyrics By Nicholas Mon
Song : Ovinoy
Vocal : Nicholas Mon
Lyrics : Tilan Basu
Label : Eagle Music
Ovinoy Bangla Lyrics
যদি ভালো না লাগে
ভালোবেসো না,
যদি ইচ্ছে না হয়
কাছে এসো না,
যদি ভালো না লাগে
ভালোবেসো না,
যদি ইচ্ছে না হয়
কাছে এসো না,
আমি ভুলে যেতে
চাই সেদিন,
অমলিন যত ব্যাথা বেদনা,
আমি ভুলে যেতে
চাই সেদিন,
অমলিন যত ব্যাথা বেদনা
তুমি তোমার মত
থেকো চিরকাল,
ভালোবাসার অভিনয়
করো না,
তুমি তোমার মত
থেকো চিরকাল,
ভালোবাসার অভিনয়
করো না,
আমার এই মনের বাগানে
যত ফুল ফুটেছিল গোপনে,
লুকোচুরি খেলার ছলে
সেই ফুল তুমি
আর ছিড়ো না,
আমি যেমন ছিলাম নিরবে
তেমনি আছি আজও অনুভবে,
আমি যেমন ছিলাম নিরবে
তেমনি আছি আজও অনুভবে,
তুমি তোমার মত
থেকো চিরকাল,
ভালোবাসার অভিনয়
করো না,
তুমি তোমার মত
থেকো চিরকাল,
ভালোবাসার অভিনয়
করো না,
যদি ভালো না লাগে
ভালোবেসো না,
যদি ইচ্ছে না হয়
কাছে এসো না,
যদি ভালো না লাগে
ভালোবেসো না,
যদি ইচ্ছে না হয়
কাছে এসো না,