Ovishopto ( অভিশপ্ত) Bangla Lyrics By Bortoman The Band.
Song : Ovishopto
Band : Bortoman The Band
Music : Sajib Chowdhury & Bortoman The Band
Lyric & Tune : Ahasanur Rahman Ashiq
Label : G Series
Obhishopto Bangla Lyrics
বন্দীদশা এক, মুক্তি পাগল আমি
আজও সন্ধানে জীবনের উত্তর
তৃষ্ণা মেটাবো বলেই, খুজি জলাসয়
জীবন ফুড়িয়ে গেলো, মোর প্রান্তরে।
দুখের আঘাতে গড়া জীবন আমার,
আমি সেই অভিশপ্ত
বঞ্চনার সেকলে আছি পড়ে বাঁধা
আমি সেই অভিশপ্ত। (২ বার)
আমার জীবনের শত অঙ্গিকার,
সুখ বেদনার হাসি কান্না
দুখের আঘাতে গড়া কষ্টের মরকে
জড়ানো ভিড়ে আর পান্না (২ বার)
দুখের আঘাতে গড়া জীবন আমার,
আমি সেই অভিশপ্ত
বঞ্চনার সেকলে আছি পড়ে বাঁধা
আমি সেই অভিশপ্ত। (২ বার)
জানালার পাশে একজোড় আছো
ভয় পেয়ে মলিকে ওখানে
হৃদয় গভীরে রাখা সুখগুলো আমার
নীরবে যাই সে যে পালিয়ে। (২ বার)
বন্দীদশা এক, মুক্তি পাগল আমি
আজও সন্ধানে জীবনের উত্তর
তৃষ্ণা মেটাবো বলেই, খুজি জলাসয়
জীবন ফুড়িয়ে গেলো, মোর প্রান্তরে
দুখের আঘাতে গড়া জীবন আমার,
আমি সেই অভিশপ্ত
বঞ্চনার সেকলে আছি পড়ে বাঁধা
আমি সেই অভিশপ্ত।।