Pagli Amai Chaira Geche(পাগলী আমায় ছাইড়া গেছে) Bangla Lyrics By S A Apon

Pagli Amai Chaira Geche(পাগলী আমায় ছাইড়া গেছে) Bangla Lyrics By S A Apon

Song : Pagli Amai Chaira Geche

Vocal : S A Apon 

Lyrics : Tokbir Hossain 

Tune : MA Mamun 

Music : MH Rubel 

Label : TMH Music 

 

Pagli Amai Chaira Geche Bangla Lyrics 

ও পাগলী রে, ও পাগ
লী রে

তোরে ছাড়া এ পাগলটা 

বাচবে কি করে

পাগলী আমায় ছাইড়া গেছে

ঘুমায় অন্যের খাটে

আমি এখন পাগলীর শোকে

ঘুমাই রাস্তা ঘাটে

পাগলী আমায় ছাইড়া গেছে

ঘুমায় অন্যের খাটে

আমি এখন পাগলীর শোকে

ঘুমাই রাস্তা ঘাটে

পাগলী আমায় পাগল করে

 কেমনে থাকে পরের ঘরে 

 তার বিরহ সয়না প্রানে

 বুকটা আমার ফাটে

আমি এখন পাগলীর শোকে

ঘুমাই রাস্তা ঘাটে

আমি এখন পাগলীর শোকে

ঘুমাই রাস্তা ঘাটে

চান্দের মতো মুখটা পাগলীর

আরতো দেখি না রে

দুই চোখেতে এখন আমি 

সপ্ন আকি না রে

চান্দের মতো মুখটা পাগলীর

আরতো দেখি না রে

দুই চোখেতে এখন আমি 

সপ্ন আকি না রে

চারপাশে আজ অন্ধকার 

কলিজাটা ছারখার 

জীবনের সব নিলি

বাধলি 

ছলনাতে লুটে রে ছলনাতে লুটে 

যাইবি যদি ছাইড়া আমায়

মারলি না কেন প্রানে

কলিজাটা যায় সুকাইয়া

পাগলী টার ওই টানে

যাইবি যদি ছাইড়া আমায়

মারলি না কেন প্রানে

কলিজাটা যায় সুকাইয়া

পাগলী টার ওই টানে

পাগলী আমি বাচবো না

এই দুনিয়ায় থাকবো না

মরলে আমি করিস দোয়া

তুই যে পোড়া বুকে

আমি এখন পাগলীর শোকে 

ঘুমাই রাস্তা ঘাটে

 আমি এখন পাগলীর শোকে 

ঘুমাই রাস্তা ঘাটে।।

Pagli Amai Chaira Geche Bangla Lyrics

O pagli re, O pagli re

Tore chara ei pagol ta

Bacbe ki kore

Pagli amay chaira geche

Ghumay onner khate

Ami ekhon paglir shoke

Ghumai rasta ghate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *