Pagol(পাগল) Bangla Lyrics By Abir Hassan Rakib

Pagol(পাগল) Bangla Lyrics By Abir Hassan Rakib

Song : Pagol

Vocal : Abir Hassan Rakib

Lyrics : Abir Hassan Rakib

Label : Gangstar Express BD

Pagol Bangla Lyrics 

তুই আমারে থুইয়া গেলি 

কোন শহরে ছাইড়া, 

এখন আমি দরবেশ বেশে

ঘুরি পাগল হইয়া,

এখন আমি দরবেশ বেশে

ঘুরি পাগল হইয়া,

তুই আমারে থুইয়া গেলি 

কোন শহরে ছাইড়া, 

এখন আমি দরবেশ বেশে

ঘুরি পাগল হইয়া,

এখন আমি দরবেশ বেশে

ঘুরি পাগল হইয়া,

ওরে হাজার লোকের ভিড়ের

মাঝে বড়ই আমি পাগল, 

কেউ যে বলে সন্যাসী তুই

কেউ বা বলে মিথ্যা ছল,

ওরে হাজার লোকের ভিড়ের

মাঝে বড়ই আমি পাগল, 

কেউ যে বলে সন্যাসী তুই

কেউ বা বলে মিথ্যা ছল,

তুই আমারে থুইয়া গেলি 

কোন শহরে ছাইড়া, 

এখন আমি দরবেশ বেশে

ঘুরি পাগল হইয়া,

এখন আমি দরবেশ বেশে

ঘুরি পাগল হইয়া,

ওরে এই পাগলের কস্ট দিয়া

চইলা গেলি গা,

একদিন তুই খুজবি আমায়

পাইবি না মাইয়া,

ওরে এই পাগলের কস্ট দিয়া

চইলা গেলি গা,

একদিন তুই খুজবি আমায়

পাইবি না মাইয়া,

তুই আমারে থুইয়া গেলি 

কোন শহরে ছাইড়া, 

এখন আমি দরবেশ বেশে

ঘুরি পাগল হইয়া,

এখন আমি দরবেশ বেশে

ঘুরি পাগল হইয়া,

তুই আমারে থুইয়া গেলি 

কোন শহরে ছাইড়া, 

এখন আমি দরবেশ বেশে

ঘুরি পাগল হইয়া,

এখন আমি দরবেশ বেশে

ঘুরি পাগল হইয়া, 

Pagol Bangla Lyrics 

Tui amare thuiya geli 

Kon shohore chaira,

Ekhon ami dorbesh beshe

Ghuri pagol hoiya,

Ore hajar loker virer 

majhe majhe boroi ami pagol,

Keu je bole sonnashi tui

Keu ba bole mitha chol

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *