Pagol Boila Dakis Amay (পাগল বইলা ডাকিস আমায়) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Song : Pagol Boila Dakis Amay
Singer : Atif Ahmed Niloy
Lyrics : Ab Babu
Tune : Atif Ahmed Niloy
Music : Jami Ul Hasan
Label : Samsul Official
Pagol Boila Dakis Amay Bangla Lyrics
পাগল পাগল বইলা ডাকিস
করিস অবহেলা
আমি না হয় ছিলাম পাগল
মনটা ছিলো ভালা
পাগল পাগল বইলা ডাকিস
করিস অবহেলা
আমি না হয় ছিলাম পাগল
মনটা ছিলো ভালা
পাগল হইছি তোর প্রেমে পইরা
তুই দেইখা যা
আমি আগে পাগল ছিলাম না
পাগল হইছি তোর প্রেমে পইরা
তুই দেইখা যা
আমি আগে পাগল ছিলাম না
তুইতো ঠিকই ঘর বানাইলি
অন্য এক শহরে
আমারে তুই রাইখা গেলি
অন্ধকার কবরে
তুইতো ঠিকই ঘর বানাইলি
অন্য এক শহরে
আমারে তুই রাইখা গেলি
অন্ধকার কবরে
সৃতিগুলো কাদায় আমায় রোজ
ও বেইমান রে
একবার ও তো নিলি নারে খোজ
সৃতিগুলো কাদায় আমায় রোজ
ও বেইমান রে
একবার ও তো নিলি নারে খোজ
তুইতো বন্ধু তোরই মতো
আছিস অনেক ভালো
তোরে ছাড়া আন্ধার ঘরে
পাইনা খুজে আলো
তুইতো বন্ধু তোরই মতো
আছিস অনেক ভালো
তোরে ছাড়া আন্ধার ঘরে
পাইনা খুজে আলো
সুখের সময় ছিলি রে পাশে
ও বেইমান রে
দুঃখের সময় রইলি না সাথে
সুখের সময় ছিলি রে পাশে
ও বেইমান রে
দুঃখের সময় রইলি না সাথে
পাগল হইছি তোর প্রেমে পইরা
তুই দেইখা যা
আমি আগে পাগল ছিলাম না।।