Pagol Bole Loke(পাগল বলে লোকে) Bangla Lyrics By Akash Mahmud
Song : Pagol Bole Loke
Vocal : Akash Mahmud
Lyrics : Sojib Shan
Music : Remo Biplob
Label : ST Media
Pagol Bole Loke Bangla Lyrics
তুমি ছাড়া নিঃশ আমি
পাগল বলে লোকে
বাচবেনা বাচবেনা ছিলো
কতো কথা মুখে
তুমি ছাড়া নিঃশ আমি
পাগল বলে লোকে
বাচবেনা বাচবেনা ছিলো
কতো কথা মুখে
আমায় ছাইড়া বন্ধু তুমি
আছো কতো সুখে
দুখ সাগরে ভাসি তোমার
সুখ টা যে চাই মুখে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে
কোন অপরাধে তুমি
করলা আমায় পর
ভালোবাসার অভিনয়ে
ভাঙলা রে অন্তর
কোন অপরাধে তুমি
করলা আমায় পর
ভালোবাসার অভিনয়ে
ভাঙলা রে অন্তর
তোমার নষ্ট প্রেমে কষ্ট দিয়া
মরি ধুকে ধুকে
তোমার নষ্ট প্রেমে কষ্ট দিয়া
মরি ধুকে ধুকে
দুখ সাগরে ভাসি তোমার
সুখ টা যে চাই মুখে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে
আমার বাম পাজরের হাড় ছিলা
ছিলা গলার মালা
কার বাসরে সাজাও বাসর
অন্তর পুইরা কালা
আমার বাম পাজরের হাড় ছিলা
ছিলা গলার মালা
কার বাসরে সাজাও বাসর
অন্তর পুইরা কালা
মনের দুঃখ মনে লইয়া
হাসি তোমার সুখে
মনের দুঃখ মনে লইয়া
হাসি তোমার সুখে
দুখ সাগরে ভাসি তোমার
সুখ টা যে চাই মুখে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে
তুমি কেমনে পাষাণ বাধলা রে ঘর
অন্য কারো বুকে।।
Pagol Bole Loke Bangla Lyrics
Tumi chara nisho ami
Pagol bole loke
Bachbe na bachbe na chilo
Koto kotha mukhe
Amay chaira bondhu tumi
Acho koto sukhe
Dukh sagore vashi tomar
Sukh ta cai je mukhe