Pakhi (পাখি) Bangla Lyrics By Samz Vai.
Song : Pakhi
Vocal : Samz Vai
Lyrics : Jashim Uddin Akash
Music : Samz Vai
Label : BD29 Multimedia
Pakhi Bangla Lyrics
আমার পোষা ময়না পাখি
আমায় চিনলি না
পাখিরে তুই আমার বিসসাস
রাখতে পারলি না
নিজের চেয়েও বেশী বিসসাস
তোরে করেছিলাম
একবার যদি কইতি আমায়
মুক্ত করে দিতাম
আমার পোষা ময়না পাখি
আমায় চিনলি না
পাখিরে তুই আমার বিসসাস
রাখতে পারলি না
নিজের চেয়েও বেশী বিসসাস
তোরে করেছিলাম
একবার যদি কইতি আমায়
মুক্ত করে দিতাম
পাখিরে তুই ভাবলিনা তো
আমি থাকবো কেমন করে
কোন আকাশে উড়াল দিলি
আমার মনটা ভেঙেচুরে
পাখিরে ও পাখিরে
হারালি কোথায় আমার
পাজর ছিড়ে
কোন আকাশে উড়াল দিলি
আমার মনটা ভেঙেচুরে
ভালোবাসা কেন যে
তুই আমায় শিখাইলি
তুই মিথ্যা প্রেমের কতো
গল্প আমায় শোনাইলি
কতো আদর যত্ন কইরা
আমি তোরে পুষিলাম
তোর কোলে মাথা রাইখা
আমি যে ঘুমাইতাম
বুকের ভিতর তুষের আগুন
ফুসে ফুসে ধরে
কোন আকাশে উড়াল দিলি
মনটা ভেঙেচুরে
পাখিরে ও পাখিরে
হারালি কোথায় আমার
পাজর ছিড়ে
কোন আকাশে উড়াল দিলি
আমার মনটা ভেঙেচুরে
শুন্য খাচায় পাখিরে তোর
শুধুই সৃতি ঘেরা
আমার দেহ আছে আমার
মনটা যেন মরা
কতো আদর যত্ন কইরা
আমি তোরে পুষিলাম
তোর কোলে মাথা রাইখা
আমি যে ঘুমাইতাম
গেলিরে তুই দূরে পাখি
আমার কলিজাটা ছিড়ে
কোন আকাশে উড়াল দিলি
আমার মনটা ভেঙেচুরে
পাখিরে ও পাখিরে
হারালি কোথায় আমার
পাজর ছিড়ে
কোন আকাশে উড়াল দিলি
আমার মনটা ভেঙেচুরে
পাখিরে ও পাখিরে
হারালি কোথায় আমার
পাজর ছিড়ে
কোন আকাশে উড়াল দিলি
আমার মনটা ভেঙেচুরে।।
Pakhi Bangla Lyrics
Amar posha moyna pakhi
Amay cinli na
Pakhi re tui amar bissas
Rakhte parli na
Nijer ceyeo beshi bissas
Tore korechilam
Ekbar jodi koiti amay
Mukto kore ditam
Pakhire tui vablinato
Ami thakbo kemon kore
Kon akase ural dili
Amar monta bhenge chure