Pakhi (পাখি) Bangla New Song Lyrics By Laila.

 

Pakhi (পাখি) Bangla New Song Lyrics By Laila. 

Song : Pakhi 

Singer : Laila 

Lyrics : Shamim Kamali

Tune & Music : Akash Mahmud 

Label : Laila Official 

Pakhi Bangla Lyrics 

ছাড়িয়া না যাইও আমারে 

ও পাখি রে 

ছাড়িয়া না যাইও আমারে

ও পাখি ভয়ে ভয়ে থাকি

কোনদিন যেন উড়িয়া যাও

দিয়া মোরে ফাকি রে 

ছাড়িয়া না যাইও আমারে 

ও পাখি রে 

ছাড়িয়া না যাইও আমারে

আদর ও সোহাগে পাখি রে 

কতো আদর ও সোহাগে পাখি

হৃদ মাজারে রাখি

ও সে হৃদয় ছিড়ে কেমন করে 

যাইবায় নিঠুর পাখি রে

ছাড়িয়া না যাইও আমারে 

ও পাখি রে 

ছাড়িয়া না যাইও আমারে

পাখি রে  পাখি রে পাখি রে

দয়া মায়া নাই কি মনে রে 

দয়া মায়া নাই কি মনে

ছটফট ক্রো নাকি 

দিনে রাইতে তোমার সাথে 

কতো মাখা মাখি রে 

ছাড়িয়া না যাইও আমারে 

ও পাখি রে 

ছাড়িয়া না যাইও আমারে

পাগল শামিম শাহ কয়

ওরে পাখি রে 

পাগল শামিম শাহ কয়

ওরে পাখি

কান্দে দুটি আখি

আমারে কান্দাইয়া তুমি 

কেমনে হইবা সুখি রে 

ছাড়িয়া না যাইও আমারে 

ও পাখি রে 

ছাড়িয়া না যাইও আমারে

ও পাখি ভয়ে ভয়ে থাকি

কোনদিন যেন উড়িয়া যাও

দিয়া মোরে ফাকি রে 

ছাড়িয়া না যাইও আমারে 

ও পাখি রে 

ছাড়িয়া না যাইও আমারে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *