Pakhi Ural Dice Re ( পাখি উড়াল দিছে রে) Bangla Lyrics By Gamcha Palash
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Song : Pakhi Ural Dice Re
Vocal : Gamcha Palash
Lyrics : Md.Mizanur Rahman
Tune : Gamcha Palash
Music : Ahmed Kislu
Label : G Series
Pakhi Ural Dice Re Bangla Lyrics
পাখি উড়াল দিছে রে
উড়ালি হইয়া
আগের মতো খায়না দানা
হাতে বসিয়া
পাখি উড়াল দিছে রে
ও পাখি উড়াল দিছে রে
উড়ালি হইয়া
আগের মতো খায়না দানা
হাতে বসিয়া
ও পাখি রে,,,
পায়েতে বান্ধিয়া সুতা
উড়তে দিতাম তোমারে
গায়েতে লাগাইয়া বাতাস
আসতি আবার ফিরে পাখি রে
ও পাখি রে,,,
পায়েতে বান্ধিয়া সুতা
উড়তে দিতাম তোমারে
গায়েতে লাগাইয়া বাতাস
আসতি আবার ফিরে পাখি রে
ওরে কে দিলো তোর বাধন খুলি
কে দিলো তোর বাধন খুলি
জঙ্গলা চিনাইয়া
পাখি উড়াল দিছে রে
উড়ালি হইয়া
আগের মতো খায়না দানা
হাতে বসিয়া
পাখি উড়াল দিছে রে
ও পাখি রে,,
কানের সাথে ঠোঁট লাগাইয়া
শিখাইলাম তোরে কথা
আগে কি আর জানতাম আমি
সব হইবে অযথা পাখি রে
ও পাখি রে,,
কানের সাথে ঠোঁট লাগাইয়া
শিখাইলাম তোরে কথা
আগে কি আর জানতাম আমি
সব হইবে অযথা পাখি রে
ওরে বুলে না আমার বুলি
বুলে না আমার বুলি
জানু জানু কইয়া
পাখি উড়াল দিছে রে
উড়ালি হইয়া
আগের মতো খায়না দানা
হাতে বসিয়া
পাখি উড়াল দিছে রে
ও পাখি রে,,
উড়ালে থাইকা রে পাখি
ভাইবো মনে মনে
ভালো মন্দ কইরো যাচাই
ঘুইরা বনে বনে পাখি রে
ও পাখি রে,,
উড়ালে থাইকা রে পাখি
ভাইবো মনে মনে
ভালো মন্দ কইরো যাচাই
ঘুইরা বনে বনে পাখি রে
ওরে মিজান বলে রাখছি আধার
মিজান বলে রাখছি আধার
তিনজন আইসা যাইয়া
পাখি উড়াল দিছে রে
উড়ালি হইয়া
আগের মতো খায়না দানা
হাতে বসিয়া
পাখি উড়াল দিছে রে
পাখি উড়াল দিছে রে
উড়ালি হইয়া
আগের মতো খায়না দানা
হাতে বসিয়া
পাখি উড়াল দিছে রে।।
Pakhi Ural Dice Re Bangla Lyrics
Pakhi ural dice re
Urali hoiya
Ager moto khayna dana
Hate bosiya
Pakhi ural dice re
O pakhi re,,,
Payete bandhiya suta
Urte ditam tomare
Gayete lagaiya batas
Asti abar fire pakhi re.