Pakhider Smriti ( পাখিদের স্মৃতি) Bangla Lyrics By Iman Chakraborty.
Pakhider Smriti ( পাখিদের স্মৃতি) Bangla Lyrics By Iman Chakraborty.
সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Pakhider Smriti ( পাখিদের স্মৃতি) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Pakhider Smriti ( পাখিদের স্মৃতি) গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Pakhider Smriti ( পাখিদের স্মৃতি) গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Web-series : Indubala Bhaater Hotel
Song Name : Pakhider Smriti
গান : পাখিদের স্মৃতি
Singer(s) : Iman Chakraborty
Tune / Music, Mixing and Mastering: Amit Chatterjee
Lyricist : Debaloy bhattacharya and Atul Prosad
Programming : Shamik Chakravarthy
Music Label : SVF Music
Star Cast : Subhashree Ganguly
Release On : 2023-03-04
Pakhider Smriti Lyrics in Bengali
(পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি
ফণীমনসা ও জানে
বাগানের স্মৃতি নজরুল গীতি
বালিকার কানে কানে) – ২
বিকেলের স্মৃতি গোপন পিরিতি
গোপনেই রাখা থাকে
মানুষের স্মৃতি বহু বিস্মৃতি
শ্মশান বন্ধু টানে
(ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা
তুমি কি গো সেই মালিনী
অসাড় আষাঢ়ে কুল পাথারে
স্মৃতির ও বিলাসে ভাসিনি) ২
ঘন মেঘে ঢাকা
বৃষ্টির স্মৃতি যুদ্ধ বিরতি
ভিজি উঠে অবরোধে
রাস্তার স্মৃতি শরমে ও ভীতি
জেগে থাকে অপরাধে
তোমার যাওয়ার পথ ভরেছে
স্মৃতিদের অহরবে
বহু রাত একা জেগেছে প্রকৃতি
চোরের উপদ্রবে
(ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা
তুমি কি গো সেই মালিনী
ভিড়ে মিশে থাকা
স্মৃতিদের পাখা পরাজিত এক বাঘিনী) – ২