Pashan Akta Maiya( পাষাণ একটা মাইয়া) Bangla Lyrics By Abir Hasan Rakib

Pashan Akta Maiya( পাষাণ একটা মাইয়া) Bangla Lyrics By Abir Hasan Rakib

Song : Pashan Akta Maiya

Vocal : Abir Hasan Rakib 

Lyrics : Abir Hasan Rakib

Pashan Akta Maiya Bangla Lyrics 

ওরে আমার দুঃখ

ওরে আমার দুঃখ বুঝলোনা রে

পাষাণ একটা মাইয়া

ওরে টাকাওয়ালা পোলা পাইয়া

গেল আমায় ভুইলা।

ওরে আমার দুঃখ বুঝলোনা রে

পাষাণ একটা মাইয়া

ওরে টাকাওয়ালা পোলা পাইয়া

গেল আমায় ভুইলা

ওরে আদর কইরা রাখছিলাম রে

মনের যতন ঘরে

তুই তো এখন হয়ে গেলি

পরের মানুষ রে

আমার দুঃখ

ওরে আমার দুঃখ বুঝলোনা রে

পাষাণ একটা মাইয়া

ওরে টাকাওয়ালা পোলা পাইয়া

গেল আমায় ভুইলা

আরে কুশন জীবন ভেঙে গেলি

নির্দয়া হইয়া

ওরে কুশন জীবন ভেঙে গেলি

নির্দয়া হইয়া

এই হৃদয় ভাঙা মনটারে

খেললি তুই নিয়া

ওরে আমার দুঃখ

ওরে আমার দুঃখ বুঝলোনা রে

পাষাণ একটা মাইয়া

ওরে টাকাওয়ালা পোলা পাইয়া

গেল আমায় ভুইলা,

ওরে আমার দুঃখ

ওরে আমার দুঃখ বুঝলোনা রে

পাষাণ একটা মাইয়া

ওরে টাকাওয়ালা পোলা পাইয়া

গেল আমায় ভুইলা।

Pashan Akta Maiya Bangla Lyrics  

Ore amar dukkho

Ore amar dukkho bujhlona re

Pashan akta maiya

Ore taka wala pola paiya

Gelo amay vulia

Ore ador koira rakhchilam re

Mone joton ghore

Tui toh ekhon hoye geli

Porer manush re

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *