Pinjirar Pakhi (পিঞ্জিরার পাখি) Bangla Lyrics By Akash Mahmud.
Song : Pinjirar Pakhi
Singer : Akash Mahmud
Lyrics & Tune : Azim Babu
Music : AH Turjo
Label : Antor Multimedia
Pinjirar Pakhi Bangla Lyrics
আমার পিঞ্জিরার পাখি
আমায় দিবে রে ফাকি
আমার পিঞ্জিরার পাখি
আমায় দিবে রে ফাকি
তুই চাইলে বুকের খাচায়
বান্ধিয়া রাখতাম
তুই চাইলে বুকের খাচায়
বান্ধিয়া রাখতাম
আমার পিঞ্জিরার পাখি
আমায় দিবে রে ফাকি
জানলে কি আর
তোরে আমি ভালোবাসিতাম
তুই চাইলে বুকের খাচায়
বান্ধিয়া রাখতাম
তুই চাইলে বুকের খাচায়
বান্ধিয়া রাখতাম
দুঃখ দিয়া সরল মনে
উড়াল দিলি কোন সে বনে
দুঃখ দিয়া সরল মনে
উড়াল দিলি কোন সে বনে
কলমক মাখাইয়া আমায়
করলি রে বদনাম
তুই চাইলে বুকের খাচায়
বান্ধিয়া রাখতাম
তুই চাইলে বুকের খাচায়
বান্ধিয়া রাখতাম
আমার হৃদয় খাচা শুন্য করে
ঘর বান্ধিলি কার অন্তরে
হৃদয় খাচা শুন্য করে
ঘর বান্ধিলি কার অন্তরে
আমি তোর জন্য পাগল
কেমনে বুঝাই তা
তুই চাইলে বুকের খাচায়
বান্ধিয়া রাখতাম
তুই চাইলে বুকের খাচায়
বান্ধিয়া রাখতাম
আমার কতো সাধের ময়না পাখি
কোন কারণে দিলি ফাকি
কতো সাধের ময়না পাখি
কোন কারণে দিলি ফাকি
আজিমবাবু লেইখা রাখছে
এই বুকে তোর নাম
তুই চাইলে বুকের খাচায়
বান্ধিয়া রাখতাম
তুই চাইলে বুকের খাচায়
বান্ধিয়া রাখতাম।।