Piriter Agune Jalaili Ar Poraili Bangla Lyrics By Sopna Dewan.

 Piriter Agune Jalaili Ar Poraili Bangla Lyrics By Sopna Dewan.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Piriter Agune Jalaili Ar Poraili – পিরিতের আগুনে আমায় জ্বালায়লি আর পুড়াইলি গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Piriter Agune Jalaili Ar Poraili – পিরিতের আগুনে আমায় জ্বালায়লি আর পুড়াইলি  গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Piriter Agune Jalaili Ar Poraili – পিরিতের আগুনে আমায় জ্বালায়লি আর পুড়াইলি  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।।

Song: Piriter Agune Jalaili Ar Poraili – পিরিতের আগুনে আমায় জ্বালায়লি আর পুড়াইলি

Singer: Sopna Dewan

Lyrics & Tune: Akkas Dewan

Banjo & Flute: Munshi Jewel

Music: Ankur Mahamud

Cast: Zabed Raz, Sporshia Mim, Sagorika Islam Minha

DoP: Mohammad Sujon

Edit & Color: Bappi

Story: Eagle Team

Label: Eagle Music


Piriter Agune Jalaili Ar Poraili Lyrics in Bengali 

 

পিরিতের আগুনে আমায় 

জালাইলি আর পোড়াইলি

পিরিতের আগুনে আমায় 

জালাইলি আর পোড়াইলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি

প্রানো বন্ধুরে তুই কি করলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি

পিরিতের আগুনে আমায় 

জালাইলি আর পোড়াইলি

পিরিতের আগুনে আমায় 

জালাইলি আর পোড়াইলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি

প্রানো বন্ধুরে তুই কি করলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি

প্রেম করিয়া তোর সনে

শান্তি পাইলাম না জীবনে রে

প্রেম করিয়া তোর সনে

শান্তি পাইলাম না জীবনে রে

লাকড়ি ছাড়া প্রেমের মরা

বিনা চিতায় জালাইলি

লাকড়ি ছাড়া প্রেমের মরা

বিনা চিতায় জালাইলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি

প্রানো বন্ধুরে তুই কি করলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি

অবলা সরলা পাইয়া

প্রেমের নামে ধোকা দিয়া রে

অবলা সরলা পাইয়া

প্রেমের নামে ধোকা দিয়া রে

আমার বুকে শেল মারিয়া

কার বুকে তুই ঘুমাইলি

আমার বুকে শেল মারিয়া

কার বুকে তুই ঘুমাইলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি

প্রানো বন্ধুরে তুই কি করলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি

কোন অপ্সরা করে সন্ধি

তোরে করে রাখলো বন্দিরে

কোন অপ্সরা করে সন্ধি

তোরে করে রাখলো বন্দিরে

আমি আক্কাস দেওয়ান কান্দি 

আমার তুই কি করলি

আমি আক্কাস দেওয়ান কান্দি 

আমার তুই কি করলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি

প্রানো বন্ধুরে তুই কি করলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি।

.

পিরিতের আগুনে আমায় 

জ্বালায়লি আর পুড়াইলি

পিরিতের আগুনে আমায় 

জ্বালায়লি আর পুড়াইলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি

প্রানো বন্ধুরে তুই কি করলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি।

প্রানো বন্ধুরে তুই কি করলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি।

প্রানো বন্ধুরে তুই কি করলি

পুইড়া পুইড়া বানাইলি ছালি।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *