Please Tumi Amar Preme Pore Jao (প্লিজ তুমি আমার প্রেমে পড়ে যাও) Bangla Lyrics By Shovon Roy.
Song : Please Tumi Amar Preme Pore Jao
Singer : Shovon Roy
Music : Shovon Roy
Lyrics : Prosenjit Ojha
Music Label : Studio Protunebd
Starring : Shafayet Durjoy & Susmita Sinha
Release On : 10 November 2022
Please Tumi Amar Preme Pore Jao Bangla Lyrics
প্লিজ তুমি আমার প্রেমে পড়ে যাও
আমার চোখের
স্বপ্নে তুমি কেমন
একটু নিজেকে দেখে নাও। ২
আমি সারাদিন তোমাকে আঁকি
আমি সারারাত তোমাকে লিখি
আমার প্রেমের শব্দ বুননে
তোমাকে একটু সাজাও।।
প্লিজ তুমি আমার প্রেমে পড়ে যাও।।
আমার আকাশে তোমার ছবি ভাসে
আমার বাতাসে তোমার কথা আসে।
আমার নিশ্বাস তোমার গন্ধে বিভোর
আমার পৃথিবী তুমিময় এক ঘোর।।
আমাকে তোমার প্রেমের বাঁশিতে
তুমি একটু বাজাও।।
প্লিজ তুমি আমার প্রেমে পড়ে যাও।।
আমার হৃদয়ে শুধু তোমারই নাম
আমার এ জীবন তোমাকে দিয়ে দিলাম।
আমার সকাল শুরু হয় তোমাকে দেখে
আমি ঘুমাতে চাই তোমায় ঘুমে রেখে।
আমাকে তোমার রঙিন স্বপনে
তুমি একটু রাঙাও।।