Por Purusher Gondho Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Song : Por Purusher Gondho
Vocal : Atif Ahmed Niloy
Lyrics & Tune : Atif Ahmed Niloy
Music : AH Turjo
Label : Sobar TV
Por Purusher Gondho Bangla Lyrics
তোর মনেতে নাই রে আমি
তোর মনেতে নাই
তোর মনেতে নাই রে আমি
তোর মনেতে নাই
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায় আমি
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায়
আমার ঘর টা এখন গেছে ভেঙে
আমার ঘর টা এখন গেছে ভেঙে
মনের দুঃখ রইলো মনে
মনটারে বুঝাই কেমনে
মনে রাখে নাই আমারে
মনটারে বুঝাই কেমনে
মনে রাখে নাই
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায় আমি
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায়
ধুলো বালি ভাবদি আমায়
ছিলাম নারে মন্দ
তোর গায়েতে কেনো বেঈমান
পর পুরুষের গন্ধ
ধুলো বালি ভাবদি আমায়
ছিলাম নারে মন্দ
তোর গায়েতে কেনো বেঈমান
পর পুরুষের গন্ধ
আমার কলিজাটা যায় ফাটিয়া
আমার কলিজাটা যায় ফাটিয়া
যারে বিশ্বাস করলাম আমি,
ঠকাইছে আমায়
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায় আমি
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায়
আমার বুকে দুঃখের নদী
আসলো ঘর ভাংগীতে
দুঃখের সাগর দেখে নদী,
ঢেউ তুলিল বুকে
আমার বুকে দুঃখের নদী
আসলো ঘর ভাংগীতে
দুঃখের সাগর দেখে নদী,
ঢেউ তুলিল বুকে
আমার কলিজাটা যায় ফাটিয়া
আমার কলিজাটা যায় ফাটিয়া
যারে বিশ্বাস করলাম আমি,
ঠকাইছে আমায়
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায় আমি
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায়
তোর মনেতে নাই রে আমি
তোর মনেতে নাই
তোর মনেতে নাই রে আমি
তোর মনেতে নাই
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায় আমি
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায়
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায় আমি
না বুঝিয়া বাসা বাঁধলাম
নদীর কিনারায়।।