Pora Kolijate(পোড়া কলিজাতে) Bangla Lyrics By Akash Mahmud
Song : Pora Kolijate
Vocal : Akash Mahmud
Lyrics : Ripon Mahmud
Tune : Rohan Raj
Label : E-Sound Music
Pora Kolijate Bangla Lyrics
আজ রাইলো প্রাণটা নাইরে,
থাইকা বাতাসে
তুইতো নিলি রাইখা মাথা,
বুকের বা পাশে
আজ রাইলো প্রাণটা নাইরে,
থাইকা বাতাসে
তুইতো নিলি রাইখা মাথা,
বুকের বা পাশে
খোদার কাছে চাইগো আমি
প্রতি মোনাজাতে
খোদার কাছে চাইগো আমি
প্রতি মোনাজাতে
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে বেঈমান
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে বেঈমান
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে
বুকের মাঝে মুখ লুকাইয়া
কইতি চুপিসারে
তোরে কেউ মারতে চাইলে
আমায় যেন মারে
বুকের মাঝে মুখ লুকাইয়া
কইতি চুপিসারে
তোরে কেউ মারতে চাইলে
আমায় যেন মারে
সেই আমার যতন করে
মারলি নিজের হাতে
সেই আমার যতন করে
মারলি নিজের হাতে
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে বেঈমান
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে বেঈমান
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে
যেই দাগাটা দিলিরে তুই
আমার সরল মনে
এমন দাগা করে যেন
দেইনা অন্যজনে
যেই দাগাটা দিলিরে তুই
আমার সরল মনে
এমন দাগা করে যেন
দেইনা অন্যজনে
বুঝানো দাই কিযে জ্বালা
পোড়া কলিজাতে
বুঝানো দাই কিযে জ্বালা
পোড়া কলিজাতে
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে বেঈমান
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে বেঈমান
পরোকালেও হয় না যেন,
দেখা তোর সাথে।।
Pora Kolijate Bangla Lyrics
Aj roilo pranta naire
Thaika batase
Tuito nili raikha matha
Buker bapase
Khoder kache caigo ami
Proti monajate
Porokaleo hoy na jeno
Dekha tor sathe beiman
Porokaleo hoy na jeno
Dekha tor sathe