Poran Bondhure( পরান বন্ধুরে) Bangla Lyrics By Imran Mahmudul

Poran Bondhure( পরান বন্ধুরে) Bangla Lyrics By Imran Mahmudul 

Song : Poran Bondhure 

Vocal : Imran Mahmudul

Lyrics : Kabir Bokul

Tune : Imran Mahmudul 

Label : CMV

Poran Bondhure Bangla Lyrics 

পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে

আর আসে না,

মেঘে ঐ চাঁদ ঢেকে গেলে

রাত হাসে না

একদিন একবার তোমাকে না দেখলে

হায় হায় প্রান যায় রে

চোখেরই সামনে তাই তুমি থাকো রে

এই মন তাই চায় রে।

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে ,পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে

তুমি এতো বেশি অভিমানী

বুঝিনি আগে

শুধু ভুল করে ভুল বোঝো

এই আমাকে

সেই ভুলটা ভাঙাতে করি বৃথা চেষ্টা

দিনটাই হয় নষ্ট

ভুল না করেও নির্দোষ মনটা

একাকি পায় কষ্ট

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে

তোমাকে ভালোবেসে হয়েছি বেহাল

তুমি কি কখনো তা করেছো খেয়াল

মনে মনে নাম নেই

দেখি চেয়ে সামনেই

তুমি আছো ঠাঁই দাড়িয়ে

দুটি হাত বাড়াতেই

দেখি ছুঁয়ে তুমি নেই

হাওয়া হয়ে যাও হারিয়ে

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে.পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে

পরান বন্ধুরে পরান বন্ধুরে

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে।।

Poran Bondhure Bangla Lyrics 

 Pakhi khaca bhenge ure gele
Ar ase na
Meghe oi chad dheke gele
Rat hase na
Ekdin ekbar tomake na dekhle
Hay hay pran jayre
Chokeri samne tai tumi thako re
Ei mon tai cay re

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *