Porbi Tui Benaroshi (পরবি তুই বেনারশী) Bangla Lyrics By Adnan Kabir
Song : Porbi Tui Benaroshi
Vocal : Adnan Kabir
Lyrics : Adnan Kabir
Music : Ahmed Sajeeb
Label : Samsul Official
Porbi Tui Benaroshi Bangla Lyrics
পরবি তুই বেনারশী
আমি সাদা কাফন
কবুল বলার আগে যেন
হয় আমার দাফন
গেট সাজানো তার বাড়ি
আমি অন্ধকারে
শেষ দেখাটা দেখলিনারে
ওরে বেইমান রে
কেমনে থাকমু তোরে ছাড়া
আন্ধার কবরে
আজ ভুইলা গেলি খুব সহজে
অন্যের ছোয়াতে
আজ ভুইলা গেলি খুব সহজে
অন্যের ছোয়াতে
ভুলটা ছিলো তোর বেশি
হইলাম আমি দোষী
দোয়া করি থাক তুই ভালো
তাতেই আমি খুশি
বুঝবি ঠিকই মরে গেলে
ফেলবি চোখের জল
লাভ হবেনা তখন হায়রে
করে কোন ছল
কেমনে থাকমু তোরে ছাড়া
আন্ধার কবরে
আজ ভুইলা গেলি খুব সহজে
অন্যের ছোয়াতে
আজ ভুইলা গেলি খুব সহজে
অন্যের ছোয়াতে
রোজ হাশরে কেমনে দিবি
করলে এমন জবাব
কি ছিলোরে আমার কাছে
তোর এমন অভাব
রোজ হাশরে কেমনে দিবি
করলে এমন জবাব
কি ছিলোরে আমার কাছে
তোর এমন অভাব
কেমনে থাকমু তোরে ছাড়া
আন্ধার কবরে
আজ ভুইলা গেলি খুব সহজে
অন্যের ছোয়াতে
আজ ভুইলা গেলি খুব সহজে
অন্যের ছোয়াতে।।
Porbi Tui Benaroshi Bangla Lyrics
Porbi tui benaroshi
Ami sada kafon
Kobul bolar age jeno
Hoy amar dafon
Gete sajano tar bari
Ami ondhokare
Shesh dekhata dekhli nare
Ore beiman re
Kemne thakmu tore chara
Andhar kobore
Aj vuila geli khub sohoje
Onner choyate