Pori Tare Cai 2( পরী টারে চাই ২) Bangla Lyrics By Emran Hosen Emu
Pori Tare Cai 2( পরী টারে চাই ২) Bangla Lyrics By Emran Hosen Emu
Song : Pori Tare Cai 2
Vocal : Imran Hossen Emu
Lyrics : Salman Ahmed Suhag
Music : Ankur Mahmud
Label : Eagle Music
Pori Tare Cai 2 Bangla Lyrics
একটা চান্দের পরী
আমার মন করলো চুরি
দুই চোখের ঘুম গুলারে
নিলোরে কারি,
একটা চান্দের পরী
আমার মন করলো চুরি
দুই চোখের ঘুম গুলারে
নিলোরে কারি,
সে থাকে পাশে গায়ে
ধরী তোদের পায়ে
তারে ছারা মইরা
জামু রে..
আমি একবার বাঁচি
একবার যাই যে মরে
আর কিছু চাই না
শুধু চাই পরীটারে,
আমি একবার বাঁচি
একবার যাই যে মরে
আর কিছু চাই না
শুধু চাই পরীটারে,
জোসনা মাখা মুখটা যে তার
মুক্তা ঝরা হাসি
পূর্ণিমার চাঁদ দেখলে তারে
গলায় দিবে ফাঁসি
এক দেখাতে পাগল আমি
হারায়ছি তার মাঝে
বুকের ভেতর পিতিতের ঢোল
টাকঢু মাঢুম মাদল বাজে
আমি একবার বাঁচি
একবার যাই যে মরে
আর কিছু চাই না
শুধু চাই পরীটারে,
আমি একবার বাঁচি
একবার যাই যে মরে
আর কিছু চাই না
শুধু চাই পরীটারে,
কোকিলেরই কন্ঠ যেন
তার গলারই স্বর
মধু ঝরে তার কথায়
বুকে ওঠে ঝড়
দিনে রাইতে থাকি আমি
তারই ঘোরে
রাজার রাজ্য চাইনা
শুধু চাই পরীটারে
আমি একবার বাঁচি
একবার যাই যে মরে
আর কিছু চাই না
শুধু চাই পরীটারে
আমি একবার বাঁচি
একবার যাই যে মরে
আর কিছু চাই না
শুধু চাই পরীটারে,
আমি একবার বাঁচি
একবার যাই যে মরে
আর কিছু চাই না
শুধু চাই পরীটারে।।
Pori Tare Chai 2 Bangla Lyrics
Ekta cander pori
amar mon korlo curi
dui cokher ghum gulare
nilore kari
se thake paser gaye
dhori toder paye
tare chara moira
jamu re..
ami ekbar baci
ekbar jai je more
ar kichu cai na
sudhu cai poritare