Pothe Chole Jete Jete (পথে চলে যেতে যেতে) Bangla Lyrics By Sahana Bajpaie.
Song : Pothe Chole Jete Jete
Singer : Sahana Bajpaie
Lyrics : Rabindranath Tagore
Parjaay : Puja-572
Upa-parjaay : Poth
Raag : Behag
Taal : Ardha Jhaptaal
Music Produced by: Samantak Sinha
Esraj : Shubhayu Sen Majumder
Bass : Sunny Bhattacharya
Mixed and Mastered by : Anindit Roy
Director And Editor : Arkav Banerjee
DOP : Somnath Haldar
Label : SVF Music
Pothe Chole Jete Jete Bangla Lyrics
পথে চলে যেতে যেতে
কোথা কোন্খানে,
তোমার পরশ আসে
কখন কে জানে, কখন
পথে চলে যেতে যেতে।।
কী অচেনা কুসুমের গন্ধে
কী গোপন আপন আনন্দে,
কোন্ পথিকের কোন্ গানে,
তোমার পরশ আসে।
কখন কে জানে, কখন
পথে চলে যেতে যেতে।।
সহসা দারুণ দুখতাপে
সকল ভুবন যবে কাঁপে,
ভুবন যবে কাঁপে।
সকল পথের ঘোচে চিহ্ন
সকল বাঁধন যবে ছিন্ন,
মৃত্যু-আঘাত লাগে প্রাণে
তোমার পরশ আসে
কখন কে জানে, কখন
পথে চলে যেতে যেতে
কোথা কোন্খানে,
তোমার পরশ আসে
কখন কে জানে, কখন
পথে চলে যেতে যেতে।।