Praner Moyna (প্রানের ময়না) Bangla Lyrics By RA Azmir.
Song : Praner Moyna
Singer : RA Azmir
Lyrics & Tune : Adnan Kabir
Music : Jami Ul Hasan
Label : Kamrul Media Music
Praner Moyna Bangla Lyrics
আমায় রাখলি না রে
প্রানের ময়না
তোর মায়ার চাদরে
এতো ব্যথা দিলি বুকে
প্রানটা যায়রে জলে
আমায় রাখলি না রে
প্রানের ময়না
তোর মায়ার চাদরে
এতো ব্যথা দিলি বুকে
প্রানটা যায়রে জলে
বিশ মাখা তীর মারবি বুকে
আগে জানতাম না
জানলে তোরে কোনদিনও
ভালোবাসতাম না
বিশ মাখা তীর মারবি বুকে
আগে জানতাম না
জানলে তোরে কোনদিনও
ভালোবাসতাম না
জানলে তোরে কোনদিনও
ভালোবাসতাম না
ছিলো কথা তোর সাথে
ভুলবি না আমায়
চইলা গেলি এখন কেন
ভুলিয়া আমায়
ছিলো কথা তোর সাথে
ভুলবি না আমায়
চইলা গেলি এখন কেন
ভুলিয়া আমায়
ওরে কেমনে দিলি তোর দিলে
ঠাই ভিন্ন মানুষকে
তার বাসরের আগে দাফন
দিসরে তোরা মোরে
বিশ মাখা তীর মারবি বুকে
আগে জানতাম না
জানলে তোরে কোনদিনও
ভালোবাসতাম না
জানলে তোরে কোনদিনও
ভালোবাসতাম না
শেষ দেখাটা দেখবি ঠিকই
যখন থাকবো না
আমায় ভেবে দয়া করে
কান্না করিস না
শেষ দেখাটা দেখবি ঠিকই
যখন থাকবো না
আমায় ভেবে দয়া করে
কান্না করিস না
বিশ মাখা তীর মারবি বুকে
আগে জানতাম না
জানলে তোরে কোনদিনও
ভালোবাসতাম না
বিশ মাখা তীর মারবি বুকে
আগে জানতাম না
জানলে তোরে কোনদিনও
ভালোবাসতাম না
জানলে তোরে কোনদিনও
ভালোবাসতাম না।।