Prem Hoye Gelo (প্রেম হয়ে গেলো) Bangla Lyrics By Rubel Khondkar.
Song : Prem Hoye Gelo
Singer : Rubel Khandokar
Lyrics & Tune : Rubel
Khandokar
Music : Wahed Shahin
Direction : Raju Ahmmad
Label : Rubel Khondkar
Prem Hoye Gelo Bangla Lyrics
আমি ফুল ছিঁড়ে ভুল করেছি
কাটার আঘাত পেয়েছি
সেই ব্যথা ভুলেছি তোমার
খুশি যখন দেখেছি
ও আমি একটা গান ও লিখেছি
সেই গানের সুর বেধেছি
সেই সুরে ভাসিয়ে তোমার
মনের দখলে নিয়েছে,
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে |
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে |
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে |
যদি লিখি তোমার কথা
ফুরিয়ে যাবে ডাইরির পাতা
কলম কালি উড়ে যাবে
লিখতে লিখতে আঙ্গুল ব্যথা
যদি লিখি তোমার কথা
ফুরিয়ে যাবে ডাইরির পাতা
কলম কালি উড়ে যাবে
লিখতে লিখতে আঙ্গুল ব্যথা
ও আমি সেই ব্যথাও ভুলেছি
তোমায় যখন পেয়েছি
আর কি লাগে এক জীবনে
তোমায় ভালোবেসেছি
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে
তোমার হাতটা যখন ধরেছি
মন কে কথা দিয়েছি
ছাড়বোনা হাত মরন কালেও
তোমায় বুকে রেখেছি
ও আমি চাইনা বাড়ি গাড়ি আর
তোমায় পেলে চলবে আমার
অল্প আলো থাকে না ঘরে
বিলাসিতার কি দরকার
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এস।।