Prem Juyari (প্রেম জুয়ারি) Bangla Lyrics By Ridoy Avro
Song : Prem Juyari
Vocal : Ridoy Avro
Lyrics : Alex Abdus Salam
Tune : Anim Khan
Music : Anim Khan
Label : TMH Music BD
Prem Juyari Bangla Lyrics
তোর সৃতি লইয়া বুকে
হুমরে হুমরে কাদি
বলবোনা তুই লোভী মেয়ে
তুই যে অপরাধী
সৃতির পাতায় জমছে ধুলো
কইরা দিলি পর
কেমন করে করিস রে আজ
অন্য কারো ঘর
প্রতারণা করলিরে তুই
দিলি অপবাদ
এক জীবনে মিটাই দিলি
ভালোবাসার সাধ
তুই ছলনাময়ী তুই প্রেম জুয়ারি
তুই ছলনাময়ী তুই প্রেম জুয়ারি
স্কুল থেকে যাইতে বাড়ি
আমায় ছাড়তি না
ডাইরির পাতায় আমার নামটা
লিখতে ভুলতি না
জান পাখিটা বলে আমায়
আরতো ডাকিস না
কেমনে এখন ভুইলা থাকিস
ভুলতে পারি না
প্রতারণা করলিরে তুই
দিলি অপবাদ
এক জীবনে মিটাই দিলি
ভালোবাসার সাধ
তুই ছলনাময়ী তুই প্রেম জুয়ারি
তুই ছলনাময়ী তুই প্রেম জুয়ারি
তোর লাগিয়া করেছিলাম
কতো অপরাধ
লোক সমাজে তোর কারনে
দিচ্ছে অপবাদ
কেমন করে চইলা গেলি
ছাইড়া আমারে
পুরনো সেই সৃতি গুলো
কাদায় কি তোরে
প্রতারণা করলিরে তুই
দিলি অপবাদ
এক জীবনে মিটাই দিলি
ভালোবাসার সাধ
তুই ছলনাময়ী তুই প্রেম জুয়ারি
তুই ছলনাময়ী তুই প্রেম জুয়ারি
তোর সৃতি লইয়া বুকে
হুমরে হুমরে কাদি
বলবোনা তুই লোভী মেয়ে
তুই যে অপরাধী
সৃতির পাতায় জমছে ধুলো
কইরা দিলি পর
কেমন করে করিস রে আজ
অন্য কারো ঘর
প্রতারণা করলিরে তুই
দিলি অপবাদ
এক জীবনে মিটাই দিলি
ভালোবাসার সাধ
তুই ছলনাময়ী তুই প্রেম জুয়ারি
তুই ছলনাময়ী তুই প্রেম জুয়ারি।।
Prem Juyari Bangla Lyrics
Tor srity loiya buke
Humre humre kadi
Bolbona tui lovi meye
Tui je oporadhi
Sritir patay jomche dhulo
Koira dili por
Kemon kore koris re aj
Onno loker ghor
Protarona korlire tui
Dili opobad
Ek jibone mitai dili
Valobasar sadh