Prem Kise Hoy( প্রেম কীসে হয়) Bangla Song Lyrics By Asha Bhosle.
Prem Kise Hoy( প্রেম কীসে হয়) Bangla Song Lyrics By Asha Bhosle.
Prem Kise Hoy গানটি গেয়েছেন Asha Bhosle। গানের লিরিক্স দিয়েছেন Bibhuti Mukherjee। এবং গানটি মিউজিক দিয়েছেন Bappi Lahiri। আশা করছি Prem Kise Hoy গানের লিরিক্স টি ভাল লাগবে।
Song : Prem Kise Hoy
Film : Dujane
Singer : Asha Bhosle
Cover by : Nishita Barua
Lyrics : Bibhuti Mukherjee
Music : Bappi Lahiri
Prem Kise Hoy Song Lyrics
প্রেম কীসে হয় তা কেউ কি জানে?
ও.. প্রেম কীসে হয় তা কেউ কি জানে?
কখনো চোখে চোখে
কখনো ছবি এঁকে,
কখনো মনে মনে
কখনো কখনো আনমনে ..
প্রেম কীসে হয় তা কেউ কি জানে?
বলো আগে থেকে ভেবে ভেবে
এ প্রেম করেছে,
ও মনের মতন মন না হলে
এ মন দিয়েছে।
দেখাশোনা ছোঁয়ার মাঝে
সে আসে গোপনে,
দেখাশোনা ছোঁয়ার মাঝে
সে আসে গোপনে।
কখনো চোখে চোখে
কখনো ছবি এঁকে,
কখনো মনে মনে
কখনো কখনো আনমনে ..
প্রেম কীসে হয় তা কেউ কি জানে?
এ নানা রঙের খেলা
বোঝা যায় না,
এ নানা ঢেউয়ের মেলা
ভোলা যায় না।
মনে মনে আসে এ যে মনের কোনে
মনে মনে আসে এ যে মনের কোনে।
কখনো চোখে চোখে
কখনো ছবি এঁকে,
কখনো মনে মনে
কখনো কখনো আনমনে ..
প্রেম কীসে হয় তা কেউ কি জানে?
হা.. প্রেম কীসে হয় তা কেউ কি জানে?