Prem Kore Mon Dila Na(প্রেম করে মন দিলা না)Bangla Lyrics By Baul Sukumar
Prem Kore Mon Dila Na(প্রেম করে মন দিলা না)Bangla Lyrics By Baul Sukumar
Song : Prem Kore Mon Dila Na
Vocal : Baul Sukumar
Lyrics : Yeasin Hossain Neru And Kabbik Polash
Label : Eagle Music
Prem Kore Mon Dila Na Bangla Lyrics
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁনবা না।
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁনবা না।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মিলে না, মিলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মিলে না, মিলে না
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁনবা না,
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁনবা না।
পুকুর ধারে হাঁটতে গেলে
তোমার কথা মনে পড়ে,
রোজ বিকালে তোমার দেখা
আর তো মিলে না রে,
রোজ বিকালে তোমার দেখা
আর তো মিলে না।
দিন ফুরালে সন্ধ্যা নামে
তোমার কথা মনে পড়ে,
প্রেমে পাওয়া এত জ্বালা
সইতে পারি না রে।
প্রেমে পাওয়া এত জ্বালা
সইতে পারি না।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মিলে না, মিলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মিলে না, মিলে না।
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না,
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।
জ্যোৎস্না রাতে জোনাক জ্বলে
ব্যথার নদী বইয়া চলে,
চোখের জলে বালিশ ভিজে
ঘুমতো আসে না রে,
চোখের জলে বালিশ ভিজে
ঘুমতো আসে না।
চোখ বুজিলে তুমি আসো
মিছামিছি ভালোবাসো,
চোখ মিলিয়া কাঁদতে থাকি
ভালো লাগে না রে,
চোখ মিলিয়া কাঁদতে থাকি
ভালো লাগে না।
কারো, মন ভাঙিয়া চইলা গেলে
সুখ মেলে না, মেলে না,
প্রেম করিয়া ছাইড়া গেলে
সুখ মেলে না, মেলে না।
প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না,
ও প্রেম করে মন দিলা না
আমি মরলে একটু কাঁদবা না।
Prem Kore Mon Dila Na Bangla Lyrics
Prem kore mon dila na
Ami morle ektu kanba na
O prem kore mon dila na
Ami morle ektu kanba na
Bondhu mon bhangiya coila gele
Sukh mele na mele na
Prem koriya chaira gele
Sukh mele na mele na