Prem Tumi(প্রেম তুমি) Bangla Lyrics By Tahsan

Prem Tumi(প্রেম তুমি) Bangla Lyrics By Tahsan

Song : Prem Tumi

Vocal : Tahsan Rahman Khan

Lyrics : Ador

Tune : Sajid Sarkar

Music : Sajid Sarkar

Label : CD Choice 

Prem Tumi Bangla Lyrics 

আমার কল্পনা জুড়ে

যে গল্পেরা ছিলো

আড়ালে সব লুকোনো

সেই গল্পেরা সব

রঙিন হল পলকে

তোমাকে হঠাৎ পেয়ে যেন

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সেই পথ শুধু নেই তুমি

বলো কোথায় আছো অভিমানী?

আমার কল্পনা জুড়ে

যে গল্পেরা ছিলো

আড়ালে সব লুকোনো

সেই গল্পেরা সব

রঙিন হল পলকে

তোমাকে হঠাৎ পেয়ে যেন

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সেই পথ শুধু নেই তুমি

বলো কোথায় আছো অভিমানী?

অভিমানী…

সব থেকেও কি যেন নেই

তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে

আমার ভাল লাগা গুলো সব

তোমায় ভেবে সাঁজে রোজ রোজ এই মনে

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সেই পথ শুধু নেই তুমি

বলো কোথায় আছো অভিমানী?

চেয়ে থাকা দূর বহুদূর

যে পথে আজও রয়ে গেছো স্মৃতির পাতায়

এসোনা আর একটি বার

স্বপ্ন যত সাজাতে আবার শুনছ কি আমায়?

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সেই পথ শুধু নেই তুমি

বলো কোথায় আছো অভিমানী?

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সেই পথ শুধু নেই তুমি

বলো কোথায় আছো অভিমানী।।

Prem Tumi Bangla Lyrics 

Amar kolpona jure 

Je golpera chilo

Arale sob lukono

Sei golpera sob 

Rongin holo paloke

Tomake hotat peye zeno

Prem tumi asbe evabe

Abar hariye jabe vabini

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *