Preme Mora (প্রেমে মরা) Bangla Lyrics By Chandana Majumdar.
Song : Preme Mora
Singer : Chandana Majumdar
Lyric & Tune : Habib Mostafa
Music : Zahid Bashar Pankaj
Cast : Mosharraf Karim, Prova
Director : Sumon Anowar
Language : Bangla
Label : Agniveena
Preme Mora Bangla Lyrics
এক নদী বিরহ বুকে চোখে তবুও খড়া
আমারে আর কি মারিবি আমি প্রেমে মরা
সখী আমারে আর কি মারিবি আমি প্রেমে মরা
চোখ বুঝিলে বুক ছিড়িয়া দেখিস তাহার নাম
জনম ভইরা ভালবাইসা কামাইছি বদনাম গো
সখী কামাইছি বদনাম ।
শেষ বিচারের দিনে সখী,
শেষ বিচারের দিনে সখী
স্বাক্ষী থাকিস তোরা
আমারে আর কি মারিবি
আমি প্রেমে মরা
সখী আমারে আর কি মারিবি
আমি প্রেমে মরা (২)
কলঙ্কী নাম লইয়া আমি ঘুরি ধারে ধারে
কেশ দিয়া বান্দিব যদি সামনে পাইতাম তারে
সখী সামনে পাইতাম তারে ।
তার নামেরি মালা গাথি,
তার নামেরি মালা গাথি বুকে
সাজাই বসুন্ধরা।
আমারে আর কি মারিবি
আমি প্রেমে মরা
সখী আমারে আর কি মারিবি
আমি প্রেমে মরা (২)
এক নদী বিরহ বুকে চোখে তবুও খড়া
আমারে আর কি মারিবি আমি প্রেমে মরা
সখী আমারে আর কি মারিবি
আমি প্রেমে মরা।