Preme Pora Jaak Bangla Lyrics By Aneek Dhar, Sanchita Bhattacharya.

 Preme Pora Jaak Bangla Lyrics By Aneek Dhar, Sanchita Bhattacharya. 

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Preme Pora Jaak ( প্রেমে পড়া যাক গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Preme Pora Jaak ( প্রেমে পড়া যাক)  গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Preme Pora Jaak ( প্রেমে পড়া যাক)  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Song Name :  Preme Pora Jaak

গান :  প্রেমে পড়া যাক

Singer(s) :  Aneek Dhar, Sanchita Bhattacharya

Tune / Music :  Aneek Dhar

Lyricist :  Nilanjan Chakraborty

Music Label :  Zee Music Bangla

Star Cast :  Bonny Sengupta, Ayoshi Talukder and Rajatava Dutta

Release On :  2023-03-04

Preme Pora Jaak Lyrics in Bengali

আজকে সন্ধ্যায় রঙ্গিন গ্লাসে

ডুববে কারা টলবে হেঁসে

হুম আজকে সন্ধ্যায় রঙ্গিন গ্লাসে

ডুববে কারা টলবে হেঁসে

দেখবে কালি কালি আঁখে

মন বেয়াড়া মানছে না সে

বলছে ঝড়েই এ মন ভাসাবো

আমি সেই ঝড়েই দাঁড়ানো

ঠিক জেন শাহরুখ খান

দৌড়ে তুমি এলে কাজলে

আজ প্রেমে পড়া যাক

তুমি আজ ঝড়েই দাঁড়ানো

ঠিক জেন শাহরুখ খান

দৌড়ে কাছে এলে দিলওয়ালে

আজ প্রেমে পড়া যাক

টিমটিমে রাত সর্বনেশে

দেখছে তোমায় আয়না ঘেঁষে 

মন বুঝি আজ ধরাই পড়লো

নিয়মকানুন যাক গে ভেসে

ভাগ করে নিক ভালবেসে

দেখা যাবে কে কি ভাবল

মেঘে মেঘে ভাব হয়েছে আজ

মিশছে তারা আকাশ থেকেই যা

যদি বৃষ্টির কাছে কেউ ডাক পাঠাতো

ঠোঁটে ঠোঁটে লজ্জা পেয়ে

আলগা দুজন আলতো ভয়ে

ভিজে হাওয়ায় মন টা ঢেকে

ফুটছে গোলাপ জ্বলছে বুকে

বলছে তবু এ দিল চাইছে মোর

তুমি আজ পাশেই দাঁড়ানো

ঠিক যেন শাহরুখ খান

দৌড়ে কাছে এলে কাজলে

আজ প্রেমে পড়া যাক

(আমি সেই পাশেই দাঁড়ানো

ঠিক জেন শাহরুখ খান

দৌড়ে তুমি এলে কাজলে

আজ প্রেমে পড়া যাক) – ২

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *