Preme Pora Jaak Bangla Lyrics By Aneek Dhar, Sanchita Bhattacharya.
Preme Pora Jaak Bangla Lyrics By Aneek Dhar, Sanchita Bhattacharya.
Song Name : Preme Pora Jaak
গান : প্রেমে পড়া যাক
Singer(s) : Aneek Dhar, Sanchita Bhattacharya
Tune / Music : Aneek Dhar
Lyricist : Nilanjan Chakraborty
Music Label : Zee Music Bangla
Star Cast : Bonny Sengupta, Ayoshi Talukder and Rajatava Dutta
Release On : 2023-03-04
Preme Pora Jaak Lyrics in Bengali
আজকে সন্ধ্যায় রঙ্গিন গ্লাসে
ডুববে কারা টলবে হেঁসে
হুম আজকে সন্ধ্যায় রঙ্গিন গ্লাসে
ডুববে কারা টলবে হেঁসে
দেখবে কালি কালি আঁখে
মন বেয়াড়া মানছে না সে
বলছে ঝড়েই এ মন ভাসাবো
আমি সেই ঝড়েই দাঁড়ানো
ঠিক জেন শাহরুখ খান
দৌড়ে তুমি এলে কাজলে
আজ প্রেমে পড়া যাক
তুমি আজ ঝড়েই দাঁড়ানো
ঠিক জেন শাহরুখ খান
দৌড়ে কাছে এলে দিলওয়ালে
আজ প্রেমে পড়া যাক
টিমটিমে রাত সর্বনেশে
দেখছে তোমায় আয়না ঘেঁষে
মন বুঝি আজ ধরাই পড়লো
নিয়মকানুন যাক গে ভেসে
ভাগ করে নিক ভালবেসে
দেখা যাবে কে কি ভাবল
মেঘে মেঘে ভাব হয়েছে আজ
মিশছে তারা আকাশ থেকেই যা
যদি বৃষ্টির কাছে কেউ ডাক পাঠাতো
ঠোঁটে ঠোঁটে লজ্জা পেয়ে
আলগা দুজন আলতো ভয়ে
ভিজে হাওয়ায় মন টা ঢেকে
ফুটছে গোলাপ জ্বলছে বুকে
বলছে তবু এ দিল চাইছে মোর
তুমি আজ পাশেই দাঁড়ানো
ঠিক যেন শাহরুখ খান
দৌড়ে কাছে এলে কাজলে
আজ প্রেমে পড়া যাক
(আমি সেই পাশেই দাঁড়ানো
ঠিক জেন শাহরুখ খান
দৌড়ে তুমি এলে কাজলে
আজ প্রেমে পড়া যাক) – ২