Preme Poreche Mon ( প্রেমে পড়েছে মন) Bangla Lyrics By Sabina Yasmin.

Preme Poreche Mon ( প্রেমে পড়েছে মন) Bangla Lyrics By Sabina Yasmin.

Preme Poreche Mon ( প্রেমে পড়েছে মন) Bangla Lyrics By Sabina Yasmin.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Preme Poreche Mon গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Preme Poreche Mon  গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Preme Poreche Mon  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Song: Preme Poreche Mon

Singer: Sabina Yasmin

Lyrics: Kabir Bakul

Music: Si Tutul 

Movie: Wrong Number

Director: Motin Rahman

Label: CD PLUS

Preme Poreche Mon Song Lyrics 

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

সে জেনো আমায় ডাকে 

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

সে জেনো আমায় ডাকে 

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

সে আমার সাথেই চলে কখনো কথা বলে

কখনো অনুভবে মিশে আছে মনে হয়

হু ভাবে মন আবল তাবল 

লাগেরে পাগল পাগল

কবে যে করবো আমি ভালোবেসে তাকে জয়

সে জেনো আমায় ডাকে 

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছ

রাতের ই ঘুম ভাঙিয়ে আমার এ মন সাঁজিয়ে

সে আমায় ছুঁয়ে ছুয়ে স্বপ্ন জেনো একেঁ যায়

হু প্রাণেতে দোলা লাগে এমন তো হয়নি আগে

আমাকে কল্পনাতে উদাস করে রেখে যায়

সে জেনো আমায় ডাকে 

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

সে জেনো আমায় ডাকে 

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

সে জেনো আমায় ডাকে 

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *