Premer Daga(প্রেমের দাগা) Bangla Lyrics By RA Azmir
Song : Premer Daga
Vocal : RA Azmir
Lyrics : Nurealam Mamun
Tune : RA Azmir
Music : Sikder Akash
Label : Next Entertainment
Premer Daga Bangla Lyrics
তার ভালোবাসা আমার জন্য
মিথ্যা ছিলো রে
তাই আমার বুকে প্রেমের দাগা
দিয়া গেল রে
তার ভালোবাসা আমার জন্য
মিথ্যা ছিলো রে
তাই আমার বুকে প্রেমের দাগা
দিয়া গেল রে
তোর ছলচাতুরীটা আমি
বুঝতে পারিনি
তোর মুখে ছিল প্রেম
মনে অন্য কাহিনী
আমার কলিজাতে লেইখা ছিলাম
বেইমান রে তোর নাম
এই কারণে পারলি দিতে
এতোটা বদনাম
আমার কলিজাতে লেইখা ছিলাম
বেইমান রে তোর নাম
এই কারণে পারলি দিতে
এতোটা বদনাম
তুই লাল শাড়ীতে আজ
অন্য কারো সাথে
আমার চোখে ঘুম নাই
আমি জেগে থাকি রাতে
তুই লাল শাড়ীতে আজ
অন্য কারো সাথে
আমার চোখে ঘুম নাই
আমি জেগে থাকি রাতে
তোরে পাইতে করি খোজ
ধোয়ায় পোড়ায় আমায় রোজ
তুই রংমহলের রানী আজ
তোর বেড়ে গেছে দাম
তোরে পাইতে করি খোজ
ধোয়ায় পোড়ায় আমায় রোজ
তুই রংমহলের রানী আজ
তোর বেড়ে গেছে দাম
আমার কলিজাতে লেইখা ছিলাম
বেইমান রে তোর নাম
এই কারণে পারলি দিতে
এতোটা বদনাম
তোর রাঙা ঠোঁটে এখন
যারে আদর করিস
একলা নিঝুম রাতে
কার আঙুল চেপে ধরিস
তোর রাঙা ঠোঁটে এখন
যারে আদর করিস
একলা নিঝুম রাতে
কার আঙুল চেপে ধরিস
আমি ভাবনাতেই রই তোর
ভেবে রাত হয় রে ভোর
তবু ভুলতে পারিনা রে
আমি ছিলাম তোর
আমি ভাবনাতেই রই তোর
ভেবে রাত হয় রে ভোর
তবু ভুলতে পারিনা রে
আমি ছিলাম তোর
হায়রে তবু ভুলতে পারিনা রে
আমি ছিলাম তোর
হায়রে তবু ভুলতে পারিনা রে
আমি ছিলাম তোর।।
Premer Daga Bangla Lyrics
Tar valobasa amar jonno
Mitha chilo re
Tai amar buke premer daga
Diya gelo re
Tor cholcaturita ami
Bujhte pari ni
Tor mukhe chilo prem
Mone onno kahini