Premer Din (প্রেমের দিন) Bangla Lyrics By Anirudh Shuvo. Partner Bangla Natok By Apurbo & Mehzabin.
Song : Premer Din
Vocal : Anirudh Shuvo
Lyrics : Anirudh Shuvo
Label : CMV
Premer Din Bangla Lyrics
এসেছে আজ প্রেমের দিন
তোকে বাসবো ভালো আমি খুব
ভিজেছি দেখ ভালোবাসায়
দেবো তুই আমি প্রেম জলে ডুব
এসেছে আজ প্রেমের দিন
তোকে বাসবো ভালো আমি খুব
ভিজেছি দেখ ভালোবাসায়
দেবো তুই আমি প্রেম জলে ডুব
চাই না কিছু আর আমি এই জীবনে
জীবনে না থাকিস থাকিস মরণে
আমি শুধু তোর হতে চাই
আজ বলবো তোকে গল্প হতে
কোন রূপকথার
আমি রাজা, রানি হবি তুই
থাকবে মহল চড়ব ঘোড়া
দুজন একসাথে
পাড়ি দেব বিদেশ বিভূঁই
চাই না কিছু আর আমি এই জীবনে
জীবনে না থাকিস থাকিস মরণে
আমি শুধু তোর হতে চাই
ঝড়ের পরে বৃষ্টি হয়ে
এলি কাছে তুই
করে দিলি আমার সর্বনাশ
আষাঢ় দিনে বর্ষা চোখে এক জোড়া চড়ুই
এ শ্রাবনে ভিজবো বারো মাস
চাই না কিছু আর আমি এই জীবনে
জীবনে না থাকিস থাকিস মরণে
আমি শুধু তোর হতে চাই
এসেছে আজ প্রেমের দিন
তোকে বাসবো ভালো আমি খুব
ভিজেছি দেখ ভালোবাসায়
দেবো তুই আমি প্রেম জলে ডুব।।
Premer Din Bangla Lyrics
Eseche aj premer din
Toke basbo bhalo ami khub
Vijechi dekh bhalobasay
debo tui ami prem jole dub
Eseche aj premer din
Toke basbo bhalo ami khub
Vijechi dekh bhalobasay
Debo tui ami prem jole dub