Premer Mane Boje Na Se(প্রেমের মানে বোঝে না সে) Bangla Lyrics By Niloy Alvee
Song : Premer Mane Boje Na Se
Vocal : Niloy Alvee
Lyrics : Niloy Alvee
Music : Sikder Akash
Label : Sikder Music Official
Premer Mane Boje Na Se Bangla Lyrics
আমার বন্দী জীবনে
তাহার ভালো লাগেনি
তাই সে আমায় ছাড়িয়া
করলো রে বেইমানী
আমার বন্দী জীবনে
তাহার ভালো লাগেনি
তাই সে আমায় ছাড়িয়া
করলো রে বেইমানী
সে আমায় ছাড়িয়া
আজ করছে পরের ঘর
আমার জীবন নষ্ট করার
এক বিশাল কারিগর
তাকে নিয়ে সপ্ন দেখার
ভূল কি ছিলো মোর
সপ্নগুলা ভাইঙা দিয়া
দিলো রে কবর
তাকে নিয়ে সপ্ন দেখার
ভূল কি ছিলো মোর
সপ্নগুলা ভাইঙা দিয়া
দিলো রে কবর
আমি জিন্দা লাশ হয়ে
ঠিকই বেচে আছি আজ
তুমি অন্যের জীবনে
গড়েছো রঙের রাজপ্রাসাদ
আমি জিন্দা লাশ হয়ে
ঠিকই বেচে আছি আজ
তুমি অন্যের জীবনে
গড়েছো রঙের রাজপ্রাসাদ
সে আমায় ছাড়িয়া
আজ করছে পরে ঘর
আমার জীবন নষ্ট করার
এক বিশাল কারিগর
প্রেমের মানি বোঝেনা সে
বোঝাই কি ভাবে
তোকে দেখে এই আমি
আজ তারার অভাবে
প্রেমের মানি বোঝেনা সে
বোঝাই কি ভাবে
তোকে দেখে এই আমি
আজ তারার অভাবে
আমার ভালোবাসার কথা
ঠিকই মনে পরবে প্রিয়
আমার ভালোবাসা সব কুড়িয়ে
তুমি তারে দিও
আমার ভালোবাসার কথা
ঠিকই মনে পরবে প্রিয়
আমার ভালোবাসা সব কুড়িয়ে
তুমি তারে দিও
তোমার জীবনে আমি হীনা
সেইতো বন্ধু সব
আমি না হয় থাকবো হয়ে
তোমার অনুভব
প্রেমের মানি বোঝেনা সে
বোঝাই কি ভাবে
তোকে দেখে এই আমি
আজ তারার অভাবে
প্রেমের মানি বোঝেনা সে
বোঝাই কি ভাবে
তোকে দেখে এই আমি
আজ তারার অভাবে।।
Premer Mane Boje Na Se Bangla Lyrics
Amar bondhi jibone
Tahar valo lageni
Tai se amay chariya
Korlo re beimani
Se amay chariya
Aj korche porer ghor
Amar Jibon nosto
Korar ek bisal karigor