Premer Nowka (প্রেমের নৌকা) Bangla Lyrics By RA Azmir

Premer Nowka (প্রেমের নৌকা) Bangla Lyrics By RA Azmir 

Song : Premer Nouka

Vocal : RA Azmir 

Lyrics : Lokman Chowdhury 

Music : Sikder Akash 

Label : Sikder Music Official 

 

Premer Nouka Bangla Lyrics 

প্রিয়ার মাঝি ছিলাম আমি 

শুধুই ছলনা

প্রেমের নৌকায় যাত্রী ছিলাম 

শুধুই বেদনা, 

প্রিয়ার মাঝি ছিলাম আমি 

শুধুই ছলনা

প্রেমের নৌকায় যাত্রী ছিলাম 

শুধুই বেদনা, 

অভিনয়ের বৈঠা দিয়া

মারলোরে প্রিয়া তীর

আমার প্রিয়া হইয়া গেছে

বেইমানেরই  মীর

প্রেমের নৌকা ছিদ্র ছিল 

আমি বুঝি নাই

তাইতো এখন আমার হইলো 

দুঃখের মাঝে ঠাই,

প্রেমের নৌকা ছিদ্র ছিল 

আমি বুঝি নাই

তাইতো এখন আমার হইলো 

দুঃখের মাঝে ঠাই

প্রেমের নৌকায় চরি আমি

মনের বিসসাসে

নৌকা আমার ডুইবা গেছে 

প্রিয়ার নিঃসাসে

প্রেমের নৌকায় চরি আমি

মনের বিসসাসে

নৌকা আমার ডুইবা গেছে 

প্রিয়ার নিঃসাসে

প্রেমের নৌকায় যাত্রী ছিলাম 

আমরা দুজনা

একটি যাত্রী হইয়া গেল

সার্থ নামের কান্না

প্রেমের নৌকা ছিদ্র ছিল 

আমি বুঝি নাই

তাইতো এখন আমার হইলো 

দুঃখের মাঝে ঠাই,

প্রেমের নৌকা ছিদ্র ছিল 

আমি বুঝি নাই

তাইতো এখন আমার হইলো 

দুঃখের মাঝে ঠাই

যাত্রী প্রিয়া বানাইলোরে

অন্য মানুষ দিয়া

প্রেমের নৌকা ঠিকই আছে

নাইরে আমার প্রিয়া

 যাত্রী প্রিয়া বানাইলোরে

অন্য মানুষ দিয়া

প্রেমের নৌকা ঠিকই আছে

নাইরে আমার প্রিয়া

প্রেমের নৌকায় ঘুরি আমি 

সৃতির বৈঠা ধরে

নতুন মাঝি নিয়া প্রিয়া

মনের সুখে ঘোরে

প্রেমের নৌকা ছিদ্র ছিল 

আমি বুঝি নাই

তাইতো এখন আমার হইলো 

দুঃখের মাঝে ঠাই,

প্রেমের নৌকা ছিদ্র ছিল 

আমি বুঝি নাই

তাইতো এখন আমার হইলো 

দুঃখের মাঝে ঠাই

Premer Nouka Bangla Lyrics



Priyar majhi chilam ami
Shudhui cholona
Premer noukay zatri chilam
Shudhui bedona
Ivinoyer boitha diya
Marlore priya teer
Amar priya hoiya gece
Beimaneri mirr

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *