Premer Nowka (প্রেমের নৌকা) Bangla Lyrics By RA Azmir
Premer Nowka (প্রেমের নৌকা) Bangla Lyrics By RA Azmir
Song : Premer Nouka
Vocal : RA Azmir
Lyrics : Lokman Chowdhury
Music : Sikder Akash
Label : Sikder Music Official
Premer Nouka Bangla Lyrics
প্রিয়ার মাঝি ছিলাম আমি
শুধুই ছলনা
প্রেমের নৌকায় যাত্রী ছিলাম
শুধুই বেদনা,
প্রিয়ার মাঝি ছিলাম আমি
শুধুই ছলনা
প্রেমের নৌকায় যাত্রী ছিলাম
শুধুই বেদনা,
অভিনয়ের বৈঠা দিয়া
মারলোরে প্রিয়া তীর
আমার প্রিয়া হইয়া গেছে
বেইমানেরই মীর
প্রেমের নৌকা ছিদ্র ছিল
আমি বুঝি নাই
তাইতো এখন আমার হইলো
দুঃখের মাঝে ঠাই,
প্রেমের নৌকা ছিদ্র ছিল
আমি বুঝি নাই
তাইতো এখন আমার হইলো
দুঃখের মাঝে ঠাই
প্রেমের নৌকায় চরি আমি
মনের বিসসাসে
নৌকা আমার ডুইবা গেছে
প্রিয়ার নিঃসাসে
প্রেমের নৌকায় চরি আমি
মনের বিসসাসে
নৌকা আমার ডুইবা গেছে
প্রিয়ার নিঃসাসে
প্রেমের নৌকায় যাত্রী ছিলাম
আমরা দুজনা
একটি যাত্রী হইয়া গেল
সার্থ নামের কান্না
প্রেমের নৌকা ছিদ্র ছিল
আমি বুঝি নাই
তাইতো এখন আমার হইলো
দুঃখের মাঝে ঠাই,
প্রেমের নৌকা ছিদ্র ছিল
আমি বুঝি নাই
তাইতো এখন আমার হইলো
দুঃখের মাঝে ঠাই
যাত্রী প্রিয়া বানাইলোরে
অন্য মানুষ দিয়া
প্রেমের নৌকা ঠিকই আছে
নাইরে আমার প্রিয়া
যাত্রী প্রিয়া বানাইলোরে
অন্য মানুষ দিয়া
প্রেমের নৌকা ঠিকই আছে
নাইরে আমার প্রিয়া
প্রেমের নৌকায় ঘুরি আমি
সৃতির বৈঠা ধরে
নতুন মাঝি নিয়া প্রিয়া
মনের সুখে ঘোরে
প্রেমের নৌকা ছিদ্র ছিল
আমি বুঝি নাই
তাইতো এখন আমার হইলো
দুঃখের মাঝে ঠাই,
প্রেমের নৌকা ছিদ্র ছিল
আমি বুঝি নাই
তাইতো এখন আমার হইলো
দুঃখের মাঝে ঠাই