Premer Radha (প্রেমের রাধা) Bangla Lyrics By Rumi Khan & Fardin Khan Ripon.
Song : Premer Radha
Singer : Rumi Khan & Fardin Khan Ripon
Lyricist : Proshenjit Mondal
Tune : Fardin Khan Ripon
Music : GM Rahman Rony
Label : Dp Music Station
Premer Radha Bangla Lyrics
রাধার প্রেমে কৃষ্ণ পাগল তোমার প্রেমে আমি
ওগো রাধার প্রেমে কৃষ্ণ পাগল তোমার প্রেমে আমি
তোমায় নিয়ে মনে আমার হাজারো পাগলামি
কৃষ্ণ প্রেমে রাধা পাগল তোমার প্রেমে আমি
ওগো কৃষ্ণ প্রেমে রাধা পাগল তোমার প্রেমে আমি
তোমায় নিয়ে মনে আমার থামেনা পাগলামি
তুমি আমার প্রেমের রাধা,
তোমায় ছাড়া আমি আঁধার
আমি তোমার প্রেমের রাধা
তোমায় ছাড়া আমি আঁধার
কেউ না জানুক আমি জানি,
জানে অন্তরজামি
ওগো কেউ না জানুক আমি জানি,
জানে অন্তরজামি
তোমায় নিয়ে মনে আমার হাজারো পাগলামি
ওগো তোমায় নিয়ে মনে আমার হাজারো পাগলামি
তোমায় ভেবে সারাবেলা,
খেলি প্রেমের পাশা
তুমি আমার মন আকাশে,
সুখের চন্দ্র হাসা
দিন রজনী মনের ঘরে,
তোমার আশা যাওয়া
তুমি আমার সাদা কালো,
রঙিন ভালোবাসা
তুমি আমার প্রেমের রাধা,
তোমায় ছাড়া আমি আঁধার
আমি তোমার প্রেমের রাধা
তোমায় ছাড়া আমি আঁধার
কেউ না জানুক আমি জানি,
জানে অন্তরজামি
ওগো কেউ না জানুক আমি জানি,
জানে অন্তরজামি
তোমায় নিয়ে মনে আমার হাজারো পাগলামি
ওগো তোমায় নিয়ে মনে আমার হাজারো পাগলামি।
তোমার চোখে উড়ে বেড়ায়,
আমার সুখের পাখি
তোমায় নিয়ে স্বপ্ন হাজার
আরো হাজার বাকি
বুকের মাঝে পরাণ পাখি,
তোমায় করে রাখি
ঘুমে জেগে চুপিসারে,
তোমায় শুধু ডাকি
তুমি আমার প্রেমের রাধা,
তোমায় ছাড়া আমি আঁধার
আমি তোমার প্রেমের রাধা
তোমায় ছাড়া আমি আঁধার
কেউ না জানুক আমি জানি,
জানে অন্তরজামি
ওগো কেউ না জানুক আমি জানি,
জানে অন্তরজামি
তোমায় নিয়ে মনে আমার হাজারো পাগলামি।।