Priya Churi Marlo Kolijay ( প্রিয়া ছুরি মারলো কলিজায়) Bangla Lyrics By Keshab Dey.
Song : Priya Churi Marlo Kolijay
Singer : Keshab Dey
Lyrics & Tune : Adnan Kabir
Music : Jami Ul Hasan
Label : Antor Multimedia
Priya Churi Marlo Kolijay Bangla Lyrics
আজ কেউ শোনেনা আমার কান্না
বুকটা আমার পোড়ে
প্রিয়ার শোকে কাটে রে দিন
রাত তো কাটে না রে
আজ কেউ শোনেনা আমার কান্না
বুকটা আমার পোড়ে
প্রিয়ার শোকে কাটে রে দিন
রাত তো কাটে না রে
আমি প্রিয়া প্রিয়া প্রিয়া বলে
শুধুই কেদে যাই
আমার প্রিয়া ছুড়ি মারলো
আমার কলিজায়
আমি প্রিয়া প্রিয়া প্রিয়া বলে
শুধুই কেদে যাই
আমার প্রিয়া ছুড়ি মারলো
আমার কলিজায়
আমার প্রিয়া ছুড়ি মারলো
আমার কলিজায়
ওরে কথায় কথায় বলতো আমায়
তুইতো আমার সব
আজ কার আদরে মিথ্যা হইলো
আমার অনুভব
ওরে কথায় কথায় বলতো আমায়
তুইতো আমার সব
আজ কার আদরে মিথ্যা হইলো
আমার অনুভব
আমি প্রিয়া প্রিয়া প্রিয়া বলে
শুধুই কেদে যাই
আমার প্রিয়া ছুড়ি মারলো
আমার কলিজায়
আমার প্রিয়া ছুড়ি মারলো
আমার কলিজায়
ওরে সকাল সন্ধ্যা মনটা ছোটে
মিথ্যা মায়ার ছলে
এতো কষ্ট দিবি তুই এ বুকে
প্রানটা যায় রে জলে
ওরে সকাল সন্ধ্যা মনটা ছোটে
মিথ্যা মায়ার ছলে
এতো কষ্ট দিবি তুই এ বুকে
প্রানটা যায় রে জলে
আমি প্রিয়া প্রিয়া প্রিয়া বলে
শুধুই কেদে যাই
আমার প্রিয়া ছুড়ি মারলো
আমার কলিজায়
আমার প্রিয়া ছুড়ি মারলো
আমার কলিজায়
আজ কেউ শোনেনা আমার কান্না
বুকটা আমার পোড়ে
প্রিয়ার শোকে কাটে রে দিন
রাত তো কাটে না রে
আমি প্রিয়া প্রিয়া প্রিয়া বলে
শুধুই কেদে যাই
আমার প্রিয়া ছুড়ি মারলো
আমার কলিজায়
আমি প্রিয়া প্রিয়া প্রিয়া বলে
শুধুই কেদে যাই
আমার প্রিয়া ছুড়ি মারলো
আমার কলিজায়
আমার প্রিয়া ছুড়ি মারলো
আমার কলিজায়।।