Priyo Takrim (প্রিয় তাকরীম) Bangla Lyrics By Mohammad Saiem Al Hasan.
Song : Priyo Takrim
Singer : Mohammad Saiem Al Hasan
Lyrics : Mohammad Saiem Al Hasan & Ismail Toki Shah
Tune : Mohammad Saiem Al Hasan
Sound Design : Samiul Islam
Video Director : Abu Taher
Production : Tune Hut
Gfx : Abu Taher
Priyo Takrim Bangla Lyrics
কোরআনের সুর দিয়ে
বিশ্বজয় করেছে তুমি
বাংলার প্রতি পানে জায়গা
করে নিয়েছো তুমি
কোরআনের সুর দিয়ে
বিশ্বজয় করেছে তুমি
বাংলার প্রতি পানে জায়গা
করে নিয়েছো তুমি
তোমার কন্ঠে দিয়েছে মধুর রব্বে কারিম
তুমি আমাদের সবার প্রিয় তাকরীম
তুমি আমাদের সবার প্রিয় তাকরীম
কষ্ট করেছ কত পড়েছ
কোরআন সারাক্ষণ
বিশ্ব করেছো একাই
তুমি লাগেনি ১১ জন
কষ্ট করেছ কত পড়েছ
কোরআন সারাক্ষণ
বিশ্ব করেছো একাই
তুমি লাগেনি ১১ জন
সালাম তোমায় জানাই
দেখো বাংলার কোটি মুমিন
তুমি আমাদের সবার প্রিয় তাকরীম
তুমি আমাদের সবার প্রিয় তাকরীম
লাল সবুজের নিশান তুমি
করলে অশু আরো
আমরা আছি তোমার সাথে
সামনে তুমি বাড়
লাল সবুজের নিশান তুমি
করলে অশু আরো
আমরা আছি তোমার সাথে
সামনে তুমি বাড়
তোমার তেলাওয়াতের
সবার হৃদয় হয় যে হিম
তুমি আমাদের সবার প্রিয় তাকরীম
তুমি আমাদের সবার প্রিয় তাকরীম
তুমি হলে বাবা মায়ের চোখের শীতলতা
তোমার মত ছেলে পেতে সবার ব্যাকুলতা
তুমি হলে বাবা মায়ের চোখের শীতলতা
তোমার মত ছেলে পেতে সবার ব্যাকুলতা
ঘরে ঘরে তোমার মত
হাফেজ পাঠাক রাহিম
তুমি আমাদের সবার প্রিয় তাকরীম
তুমি আমাদের সবার প্রিয় তাকরীম
তুমি আমাদের সবার প্রিয় তাকরীম
তুমি আমাদের সবার প্রিয় তাকরীম।।