Prothom Alap ( প্রথম আলাপ) Bangla Lyrics By Anumoy Dutta.
Song Name : Prothom Alap
Singer : Anumoy Dutta
Tune & Music : Anumoy Dutta And Anupam Dutta
Lyrics : Dr. Rimo Naskar
Music Label : KalPurush
Release On : 2022-10-28
Prothom Alap Lyrics in Bengali
শোনো তোমায় এত ভাবছি কেন
পাগল মনে বকছি প্রলাপ
কখন ঘড়ি বিকেল ছোঁবে
আর সেই বিকেলের প্রথম আলাপ
শহর যখন বৃষ্টি ভেজে
তুমি মাটির গন্ধ
আমিও দেখো চশমা চোখে
হচ্ছি কেমন অন্ধ
সামনে যখন দেখছি তোমায়
অদ্ভুত আমি অসহায়
বলতে গিয়েও আটকে যাচ্ছি
ধুর তুমিও বুঝছ না আমায়
শোনো তোমায় এত ভাবছি কেন
পাগল মনে বকছি প্রলাপ
কখন ঘড়ি বিকেল ছোঁবে
আর সেই বিকেলের প্রথম আলাপ
তোমার চোখে মায়া গোপন
ছোঁয়াচে রোগ অ্যান্ড্রয়েড স্ক্রীন
সেই চিঠির উত্তর জানি
তোমার কাছে বাড়াচ্ছে ঋণ
এবার আমি বলেই দেব
ভীষণ প্রিয় তোমার হাসি
আজ সন্ধ্যায় গিটার হাতে
ওই তোমাকে বোধহয় ভালোবাসি
শোনো তোমায় এত ভাবছি কেন
পাগল মনে বকছি প্রলাপ
কখন ঘড়ি বিকেল ছোঁবে
আর সেই বিকেলের প্রথম আলাপ।