Prothom Belar (প্রাথম বেলার) Bangla Lyrics By Srikanta Acharya.
Song : Prothom Belar
Singer : Srikanta Acharya
Music : Dilip Das
Lyrics : Dilip Das
Music Label : Shemaroo Bengali Music
Release On : 17 June 2022
Pratham Belar Bangla Lyrics
[প্রথম বেলার অ, আ, ক, খ পড়া
ছিলো স্বপ্নে মোড়া
দিন যত যায় ভাবি সেদিন কোথায়
দিন যত যায় ভাবি সেদিন কোথায়
তাইরে নাইরে তাইরে নাইরে
সেদিন পাগল করা] – ২
[প্রথম বেলার প্রথম সবকিছুই বড়ো প্রাণময়
ভোলবার নয় সেই
প্রথম বেলায় দেখা প্রথম সূর্যদয়] – ২
ভোলাবার নয় প্রথম দেখা
মায়ের মুখের হাসি জগৎ-কাড়া
প্রথম বেলার অ, আ, ক, খ পড়া
ছিলো স্বপ্নে মোড়া
দিন যত যায় ভাবি সেদিন কোথায়
দিন যত যায় ভাবি সেদিন কোথায়
তাইরে নাইরে তাইরে নাইরে
সেদিন পাগল করা
[প্রথম বেলার প্রথম সবকিছুই ভোলা বড়ো দায়
প্রথম বেলার সব মিঠে কড়া স্মৃতি
আজও স্বপ্ন ছড়ায়] – ২
[প্রথম বেলার প্রথম সবকিছুই স্বপ্ন তো নয়
প্রথম বেলার প্রথম স্বপ্নে হয় জীবন কাব্যময়] – ২
ছন্দে ভরা হয়ে কখনো হাসায়
কখনো কাঁদায় হয়ে ছন্দ হারা
প্রথম বেলার অ, আ, ক, খ পড়া
ছিলো স্বপ্নে মোড়া
দিন যত যায় ভাবি সেদিন কোথায়
দিন যত যায় ভাবি সেদিন কোথায়
[তাইরে নাইরে তাইরে নাইরে
সেদিন পাগল করা] – ৩