Prothom Valolaga(প্রথম ভালো লাগা) Bangla Lyrics Buker Ba Pashe By Tahsin Ahmed

Prothom Valolaga(প্রথম ভালো লাগা) Bangla Lyrics Buker Ba Pashe By Tahsin Ahmed 

Song : Prothom Valolaga
Vocal : Tahsin Ahmed
Lyrics : Anwar Hossain Ador
Music : Tahsin Ahmed 
Label : CD Choice 

Prothom Valolaga Bangla Lyrics 

প্রথম দেখে ভালোলাগা, এলোমেলো মন
সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষণ
রোদের রঙে যাক মিশে ভালোলাগা সব
তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব
তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন
রেখে আসি পথের মায়া পায়ে পায়ে বহুদূর
বেঁধে রেখে দু’টো ছায়া আঁকি তবু একই সুর
ছায়া হয়ে আছো কাছে, হৃদয় বোঝে সেই টান
কল্পনা জুড়ে আছে এক সুখ-সুখ অভিমান
বলা হয়েও হয় না, বলি মন তা শোনে না
তুমি জানো কিনা, তা জানি না
তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন
কি যেন কি আছে লেখা (আছে লেখা)
আবছা তা, যায় না পড়া (যায় না পড়া)
জেনে যায় এই মন তবু (মন তবু)
কোনো উপায়ে দিচ্ছে ধরা (দিচ্ছে ধরা)

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

কাছে পেয়েও পাই না, দূরত্বটা চাই না
তুমি জানো কিনা, তা জানি না
তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন
প্রথম দেখে ভালোলাগা, এলোমেলো মন
সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষণ
রোদের রঙে যাক মিশে ভালোলাগা সব
তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব
তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।।

Prothom Valolaga Bangla Lyrics

Prothom dekhe valolaga elomelo mon
Somoy jeno jacche theme vebe sarakhon
Roder ronge jak mishe valolaga sob
Tomay pele r kichu cay na onuvob
Tumi ele jeno obak sraboner sukh
Polok cokher jak theme dekhe oi mukh
Vaslo meghe poran amar udashi mon
Kan pete sunte pabe buker kapon.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *