Putul Aami (পুতুল আমি) Bangla Lyrics By Anupam Roy.
Putul Aami (পুতুল আমি) Bangla Lyrics By Anupam Roy.
Song: Putul Aami
Singer: Anupam Roy
Music & Lyrics: Anupam Roy
Cast: Riddhi Sen, Surangana Bandhyopadhyay, Mrityunjoy Bhattacharya, Anupam Roy
Putul Aami Lyrics in Bengali
আর কত আঘাত বল আমায় পেতে হবে?
চাকা হীন হয়ে গাড়ি আমি পড়ে আছি কবে, কবে থেকে।
কুসুম কুসুম শব্দমালা আলোড়িত করে
লিখে চলেছি তোরই কথা অদ্ভুত মনের জোড়ে, কবে থেকে।
আর এখন গান, আমার প্রাণ
আমার প্রাণের থেকে মুছেছিস তোর ঘ্রাণ
আর এই গান, চায় তুফান
দারুণ ঝড়ের শেষে চেয়েছি সমাধান
ছুঁড়ে ফেলে দে আমায়
বুকে তুলে নে আমায়
তোর হাতের পুতুল আমি
আমি ছিলাম ঘুমের ঘরে, কেন ডাক পাঠালি?
আমি পিছু ডাকিনি, তুই ঘুরে তাকালি, তাকালি কেন?
তারপর এলো বসন্ত এই ভাঙা বুকের ভেতর
তোর মুখ তুই ঢাকলি যখন শরীর জুড়ে আদর, তাকালি কেন?
আর এখন গান, দেয় প্রমাণ
আমার প্রাণের থেকে মুছেছিস তোর ঘ্রাণ
হ্যাঁ এই গান, আয়ুষ্মান
যত বাড়ছে বয়েস হচ্ছি বুদ্ধিমান
ছুঁড়ে ফেলে দে আমায়
বুকে তুলে নে আমায়
তোর হাতের পুতুল আমি