Quraner Bijoy (কোরআনের বিজয়) Bangla Lyrics By Husain Adnan, Shafin Ahmad, Muntajim & Abrarr.
Song : Quraner Bijoy
Singer : Husain Adnan, Shafin Ahmad, Muntajim & Abrarr
Lyrics : Enayatullah Fahad
Tune : Shafin Ahmad
Video & GFX : Abdullah Al Mahmud
Video Edit & : Abdul Kaiyum
Quraner Bijoy Bangla Lyrics
দিকে দিকে আজ ছড়িয়ে
গেছে আল কুরআনের সুর
দিল কিনারায় উঠেছে
জেলে হেরা গুহার নুর
দিকে দিকে আজ ছড়িয়ে
গেছে আল কুরআনের সুর
দিল কিনারায় উঠেছে
জেলে হেরা গুহার নুর
লাল সবুজের পতাকার মান
করেছে যারা উন্নীত
একশত এগারো বুকে
হয়েছে তারা সম্মানিত
লাল সবুজের পতাকার মান
করেছে যারা উন্নীত
একশত এগারো বুকে
হয়েছে তারা সম্মানিত
তারা হল কোরআন প্রেমিক
থাকসদ অনেকের ভয়
তাই ঠেকাতে পারবেনা কেউ
পাপ কোরআনের দায়
এই বিজয় আল কোরআনের
এই বিজয় মুসলমানের
এ বিজয় বিশ্ব জুড়ে
সাতশত দিন পজারে
এই বিজয় আল কোরআনের
এই বিজয় মুসলমানের
এ বিজয় বিশ্ব জুড়ে
সাতশত দিন পজারে
দুনিয়া জুড়ে ঝর তুলেছে
আল কোরআনের পাখি
দেশ ও জাতির গর্ব তারা
জতনে তাদের রাখি
দুনিয়া জুড়ে ঝর তুলেছে
আল কোরআনের পাখি
দেশ ও জাতির গর্ব তারা
জতনে তাদের রাখি
বাম পারাতে লেগেছে আগুন
দিল কাপুনের ভয়
বাম পারাতে লেগেছে আগুন
দিল কাপুনের ভয়
তাইতো তারা মানতে রাজি
আল কোরআনের জয়
আল কোরআনের জয়
এই বিজয় আল কোরআনের
এই বিজয় মুসলমানের
এ বিজয় বিশ্ব জুড়ে
সাতশত দিন পজারে
এই বিজয় আল কোরআনের
এই বিজয় মুসলমানের
এ বিজয় বিশ্ব জুড়ে
সাতশত দিন পজারে
আমরা হয়েছি ধরনির
সেরা বারন বান
কেউ কোরআনের
কেউ হাদিছের দেশের অহঙ্কার
আমরা হয়েছি ধরনির
সেরা বারন বান
কেউ কোরআনের
কেউ হাদিছের দেশের অহঙ্কার
পুষ্পের মতো ফুটে ওঠে
ছরায় যে সৌরভ
পুষ্পের মতো ফুটে ওঠে
ছরায় যে সৌরভ
আল কোরআনের সইনিক
রুপে আমাদের পরিচয়
আমাদের পরিচয়
এই বিজয় আল কোরআনের
এই বিজয় মুসলমানের
এ বিজয় বিশ্ব জুড়ে
সাতশত দিন পজারে
এই বিজয় আল কোরআনের
এই বিজয় মুসলমানের
এ বিজয় বিশ্ব জুড়ে
সাতশত দিন পজারে।।