Quraner Pakhi (কোরআনের পাখি) Bangla Lyrics By Saifullah Noor.
Song : Quraner Pakhi
Singer : Saifullah Noor
Lyric : Hossain Noor
Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Sound Design : Khizir Muhammad
Video : Tawhid Jamil
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Quraner Pakhi Bangla Lyrics
বিশ্বজয়ের মুকুট পড়ে
হাফেজ ও কোরআন
দেশের জন্য আনছে
বয়ে গর্বিত সম্মান
বিশ্বজয়ের মুকুট পড়ে
হাফেজ ও কোরআন
দেশের জন্য আনছে
বয়ে গর্বিত সম্মান
মারহাবান মারহাবান মারহাবান
কোরআনের পাখি তোমাদের
জানাই মারহাবান
মারহাবান মারহাবান মারহাবান
কোরআনের পাখি তোমাদের
জানাই মারহাবান
সুরে সুরে যাও সরিয়ে
আল্লাহপাকের বাণী
সেই সুরেতে যায়
জুড়িয়ে সবার হৃদয় খানি
সুরে সুরে যাও সরিয়ে
আল্লাহপাকের বাণী
সেই সুরেতে যায়
জুড়িয়ে সবার হৃদয় খানি
কুরআনের ফক জয়
সারা জাহান ময়
মুখরিত হয়ে উঠুক
জমিন ও আসমান
মারহাবান মারহাবান মারহাবান
কোরআনের পাখি তোমাদের
জানাই মারহাবান
মারহাবান মারহাবান মারহাবান
কোরআনের পাখি তোমাদের
জানাই মারহাবান
যা যা পাবে রবের কাছে
সকল কামের বেশে
মুমিন হৃদয় আসবে
কাছে পরম ভালোবেসে
যা যা পাবে রবের কাছে
সকল কামের বেশে
মুমিন হৃদয় আসবে
কাছে পরম ভালোবেসে
আলোর বাতি জ্বলো
দূর হয়ে যাক কালো
এমন করে যাও গিয়ে
যাও আল্লার গুনগান
মারহাবান মারহাবান মারহাবান
কোরআনের পাখি তোমাদের
জানাই মারহাবান
মারহাবান মারহাবান মারহাবান
কোরআনের পাখি তোমাদের
জানাই মারহাবান
কোরআনের পাখি তোমাদের
জানাই মারহাবান
কোরআনের পাখি তোমাদের
জানাই মারহাবা।।