Qurbani Qurbani ( কোরবানি কোরবানি) Bangla Lyrics By Akassh.
Qurbani Qurbani ( কোরবানি কোরবানি) Bangla Lyrics By Akassh.
Here We Present You With the song ‘Qurbani Qurbani’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Akassh’. Lyrics Written By ‘Akassh‘, Music Given By Akassh. Hope You Will Enjoy The Song.
Song : Qurbani Qurbani
Movie : Priyotoma
Lyrics : Akassh
Vocal & Music : Akassh
Director : Himel Ashraf
Produced by : Arshad Adnan
Qurbani Qurbani Song Lyrics
আল্লাহ তুমি করো একটু মেহেরবানি
আল্লাহ তুমি করো একটু মেহেরবানি,
কবুল করো আমার কোরবানি
কবুল করো আমার কোরবানি,
আল্লাহ তুমি করো একটু মেহেরবানি
কবুল করো আমার কোরবানি।
তোমার ছায়াতে, তোমার দয়াতে
তোমার ছায়াতে, তোমার দয়াতে,
দুর হয়ে যাক সব পেরেসানি
কবুল করো আমার কোরবানি।
আল্লাহ তুমি করো একটু মেহেরবানি
কবুল করো আমার কোরবানি।
কোরবানি, কোরবানি, কোরবানি
কবুল করো আমার কোরবানি।।
বান্দা আমি তোমার তুমি আমার রব
আমার যা কিছু খোদা তোমারিতো সব,
বান্দা আমি তোমার তুমি আমার রব
আমার যা কিছু খোদা তোমারিতো সব।
তোমার ছায়াতে, তোমার দয়াতে
তোমার ছায়াতে, তোমার দয়াতে,
শেষ হয়ে যাক সব শয়তানি,
কবুল করো আমার কোরবানি।
আল্লাহ তুমি করো একটু মেহেরবানি
কবুল করো আমার কোরবানি।।
মানবো হুকুম তোমার করেছি নিয়ত
তৌফিক দাও খোদা, দাও বরকত,
মানবো হুকুম তোমার করেছি নিয়ত
তৌফিক দাও খোদা, দাও বরকত।
তোমার ছায়াতে, তোমার দয়াতে
তোমার ছায়াতে, তোমার দয়াতে,
শেষ হয়ে যাক সব বেইমানি
কবুল করো আমার কোরবানি।
আল্লাহ তুমি করো একটু মেহেরবানি
কবুল করো আমার কোরবানি,
হ্যাঁ কবুল করো আমার কোরবানি।
কোরবানি, কোরবানি, কোরবানি
কবুল করো আমার কোরবানি,
কোরবানি, কোরবানি, কোরবানি
কবুল করো আমার কোরবানি।।