Raag Komle Phone Koris (রাগ কমলে ফোন করিস) Bangla Lyrics By Abanti Sithi And Mezba Bappy.

 Raag Komle Phone Koris (রাগ কমলে ফোন করিস) Bangla Lyrics By Abanti Sithi And Mezba Bappy.

Raag Komle Phone Koris (রাগ কমলে ফোন করিস) Bangla Lyrics By Abanti Sithi And Mezba Bappy.

Song Name :  Raag Komle Phone Koris

Singer :  Abanti Sithi And Mezba Bappy

Tune & Music :  Pijush Das

Lyrics :  Pijush Das

Music Label :  Shreedelart

Release On :  2021-09-23

Raag Komle Phone Koris Lyrics in Bengali 

রাগ কমলে ফোন করিস 

আমি রাত জেগে বসে তোর অপেক্ষায়

তুই কেন যে এমন করিস 

ফোন করবো না আমি রেগে আছি বেজায় 

কথা জমলে ফোন করিস 

আমি তারা গুনে লিখে রাখি মেঘের গায়

বল কেন এত ভুল করিস 

আমি গলছিনা কিছুতেই তোর কথায়

তুই এত সহজে শুধরে যাবি না জানি

তাই হতেই হয় আমাকে অভিমানী

তোর ফোন না এলে ঘুম নামে না দু চোখে

তাই তখন থেকে বলেই চলেছি তোকে

রাগ কমলে ফোন করিস 

কমবে না কমবে না রাগ

কমবেনা কমবেনা রাগ

করবো না করবো না ফোন 

রাগ কমলে ফোন করিস 

কমবে না কমবে না রাগ

কমবেনা কমবেনা রাগ

করবো না করবো না ফোন

রাগ কমলে ফোন করিস

মনটা নরম করে 

একবার ফোন করে কথা বলে নে না 

প্লিজ কেউ কি এমন করে 

এত ভালবাসি তবু তোর মনে জাগে না সোহাগ

এত বোকা ছেলে তুই 

আমাকেই খুঁজলি না 

অভিমানে প্রেম থাকে এইটুকও বুঝলি না 

ভালোবাসি যাকে তার উপরেই করা যায় রাগ

রাগ কমলে ফোন করিস 

তোকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াবো

কাল সন্ধ্যেয় দেখা করিস

তোর প্রিয় ফুল হাতে নিয়ে দাঁড়াবো

এত ভয় পেয়ে ভুল করিস

তোকে একলা ফেলে কি আমি পালাবো 

তুই কেন যে এমন করিস

রাগ কমে গেলে ঠিক তোকে জানাবো

তুই এত সহজে শুধরে যাবি না জানি

তাই হতেই হয় আমাকে অভিমানী

তোর ফোন না এলে ঘুম নামে না দু চোখে

তাই তখন থেকে বলেই চলেছি তোকে 

রাগ কমলে ফোন করিস

কমবেনা কমবেনা রাগ

কমবেনা কমবেনা রাগ

করবোনা করবোনা ফোন

রাগ কমলে ফোন করিস

কমবেনা কমবেনা রাগ

কমবেনা কমবেনা রাগ

করবোনা করবোনা ফোন

রাগ কমলে ফোন করিস

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *