Raat Jaga Golpo ( রাত জাগা গল্প) Bangla Lyrics By Anwesshaa And Barenya Saha.
Song : Raat Jaga Golpo
Singers : Anwesshaa And Barenya Saha
Music : Barenya Saha
Lyricist : Alamin Islam
Arrangers And Programmers : Dipesh Chakraborty
Mixed And Mastered : Debojit Sengupta
Director : Saikat Das
DOP : Rohan Kumar Paul
Editing : Rohan Kumar Paul And Saikat Das
Colorist : Rohan Kumar Paul
Creative Design : Sumanta Dey
MUA : Susmita Howlader
Label : Zee Music Bangla
Raat Jaga Golpo Bangla Lyrics
তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম,
যত না বলা কথার উড়োখাম।
তুমি রাত জাগা গল্প হও
ঝরা পাতার মত নিস্বঃ নও,
আমি তোমার ছায়ায় গা ভাসালাম।
যেখানে সব কথারা শেষ
সেখানে তোমায় পেলাম।
যেখানে মন যায় অকারণ
আজ থেকে তোমার হলাম।
তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম,
যত না বলা কথার উড়োখাম।
তুমি আবছা রাতের রংমশাল
খুব কাটছে ভালো দিনকাল,
যা বাকি ছিল সবই তো দিলাম।।
চেনা সুর কথা হোক
হাতে হাত চোখে চোখ,
মন আমারি হলো ঘুড়ি কোনো দেশে।
যদি আলো নিভে যায়
যদি চোখ ভিজে যায়,
তবু দুজনে যাবো ভেসে ভেসে।
তুমি আমি মন জলে
পাশাপাশি কোনো নৌকো ভাসালাম।
যত কিছু পেয়েছি, হতে চেয়েছি
শুধু তোমারি চেনা নাম ..
তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম,
যত না বলা কথার উড়োখাম।
তুমি রাত জাগা গল্প হও
ঝরা পাতার মত নিস্বঃ নও,
আমি তোমার ছায়ায় গা ভাসালাম।
যেখানে সব কথারা শেষ
সেখানে তোমায় পেলাম।
যেখানে মন যায় অকারণ
আজ থেকে তোমার হলাম।
তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম,
যত না বলা কথার উড়োখাম।।