Rag Koirona Moner Manush Bangla Lyrics By Shilpi Biswas.
Rag Koirona Moner Manush Bangla Lyrics By Shilpi Biswas.
Song: Rag Koirona Moner Manush
Singer: Shilpi Biswas
Lyrics: Kabbik Polash
Music Composed by: Yeasin Hossain Neru
Music Label: Shilpi Biswas Music
Strings: Nafisa Nushrat Pronome & Zeree Genius
Rag Koirona Moner Manush Song Lyrics
রাগ কইরো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে,মনের ও মন্দির থাইকা ভালো বাসি তোমারে ।রাগ কইরো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে ,মনের ও মন্দির থাইকা ভালো বাসি তোমারে।
আমি মাছ তুমি বঁড়শি,
আমি মাছ তুমি বঁড়শি
টান দিলেই আসবো।
তোমার ও চরণতলে গড়ায়ে গড়ায়ে কাদবো।
তুমি যা বলবা সব কথা রাখবো,
প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো।
তুমি যা বলবা সব কথা রাখবো,
প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো।
রাইতেরে দিন বুঝাইয়া তুমি যদি শান্তি পাও,
মাথা পাইতা মাইনা নিবো তবুও তুমি আমার রও।রাইতেরে দিন বুঝাইয়া তুমি যদি শান্তি পাও,
মাথা পাইতা মাইনা নিবো তবুও তুমি আমার রও।
আমি মাছ তুমি বঁড়শি টান দিলেই আসবো,
তোমার ও চরণতলে গড়ায়ে গড়ায়ে কাদবো।
তুমি যা বলবা সব কথা রাখবো,
প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো।
তুমি যা বলবা সব কথা রাখবো,
প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো।
ভালোবাসি বললা যেদিন হাত টা ধইরা আমারে।সেদিনই আহ্লাদ কইরা প্রাণ টা দিছি তোমারে।ভালোবাসি বললা যেদিন হাত টা ধইরা আমারে,
সেদিনই আহ্লাদ কইরা প্রাণ টা দিছি তোমারে।
আমি মাছ তুমি বঁড়শি টান দিলেই আসবো,
তোমার ও চরণতলে গড়ায়ে গড়ায়ে কাদবো।
তুমি যা বলবা সব কথা রাখবো,
প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো।
তুমি যা বলবা সব কথা রাখবো,
প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো।প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো